অনন্যা পান্ডের জীবন পরিচয় | Ananya Panday Biography in Bengali

অনন্যা পান্ডের জীবন পরিচয়, অনন্যা পান্ডের জীবনী, অনন্যা পান্ডের জীবন কাহিনী, অনন্যা পান্ডের পরিবার, প্রেমিক, বয়স, ভাই, বোন, নতুন সিনেমা, অ্যাওয়ার্ড (Ananya Panday Biography in Bengali, Ananya Panday Biography, Family, Boyfriend, Brother, Sister, Age, Upcoming Movie, Award).

Ananya panday biography in bengali
Image Source : Ananya Panday Instagram

অনন্যা পান্ডে একজন ভারতীয় অভিনেত্রী। যিনি প্রধানত হিন্দি সিনেমাতে কাজ করেন। অনন্যা বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে। অনন্যা 2019 সালে বলিউডে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করে। অনন্যা বলিউডের উঠতি নায়িকার তালিকার প্রথম দিকে রয়েছে। 2022 এ অনন্যা তেলেগু সিনেমাতেও আত্মপ্রকাশ করতে চলেছে।

অনন্যা পান্ডের জীবনে পরিচয়ের হাইলাইটস (Ananya Panday Wiki Bio)

আসল নাম অনন্যা পান্ডে
ডাক নাম অনন্যা
পেশা অভিনয়
বয়স (1-1-2023 অনুযায়ী)24 বছর
নাগরিকত্বভারতীয়
জন্মতারিখ30 অক্টোবর 1998
জন্মস্থানমুম্বাই, মহারাষ্ট্র, ভারত
হোমটাউনমুম্বাই, মহারাষ্ট্র, ভারত
স্কুল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল, মুম্বাই
কলেজ/ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সার্দন ক্যালিফর্নিয়া, লস এঞ্জেলেস
শিক্ষাগত যোগ্যতা স্নাতক
ধর্ম হিন্দু
রাশি বৃশ্চিক
প্রথম সিনেমা স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 (2019)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
প্রেমিক করন জয়সিং (গুজব)

অনন্যা পান্ডের জন্ম এবং পরিবারের তথ্য (Ananya Panday Birth and Family Details)

অনন্যা 30 অক্টোবর1998 সালে ভারতের মহারাষ্টের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। অনন্যার বাবা চাঙ্কি পান্ডে যিনি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা এবং তার মা ভাবনা পান্ডে। অনন্যার একটি ছোট বোন আছে যার নাম রিসা (Rysa) পান্ডে। অনন্যা পান্ডের দাদু শরদ পান্ডে একজন বিখ্যাত হার্ট সার্জেন ছিলেন। তার কাকা চিক্কি পান্ডে একজন ব্যাবসায়ী। এছাড়া আহান পান্ডে এবং আলানা পান্ডে তার কাজিন ভাই বোন।

অনন্যা পান্ডের পরিবারের সদস্য Ananya Panday Family Members)

বাবা চাঙ্কি পান্ডে
মা ভাবনা পান্ডে
ভাই না
বোন রিসা (Rysa) পান্ডে

অনন্যা পান্ডের শিক্ষা (Ananya Panday Education)

অনন্যা পান্ডে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে তার স্কুল জীবনের পড়াশুনা করেন। এরপর অনন্যা আমেরিকার লস এঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ সার্দন ক্যালিফর্নিয়া তে ভর্তি হন পরবর্তী পড়াশুনার জন্য।

অনন্যা পান্ডের শারীরিক বিবরণ (Ananya Panday Physical Details)

উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি
ওজন 50 কেজি
শারীরিক পরিমাপ (আনুমানিক)32-24-34
চোখের রং ডার্ক ব্রাউন
চুলের রং কালো

অনন্যা পান্ডের অভিনয় জীবন (Ananya Panday Acting Career)

অনন্যা 2019 সালে করন জোহর প্রযোজিত Student of the Year2 সিনেমা দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। যেখানে তার সাথে টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া সহ অভিনেতা হিসাবে কাজ করেন। কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি। অনন্যা একই বছর 2019 এ আরো একটি সিনেমা করেন Pati Patni Aur Woh যেখানে তিনি কার্তিক আরিয়ান এবং ভূমি পেডনেকারের সঙ্গে কাজ করেন। অনন্যা পান্ডের সমস্ত সিনেমার তালিকা নিচে দেওয়া হলো : –

অনন্যা পান্ডের সিনেমার তালিকা (Ananya Panday Movie Lists)

সাল (Year)মুভি (Movie)

2019
স্টুডেন্ট অফ দা ইয়ার 2

পাতি পত্নী অর ওহ
2020খালি পিলি

2022
গেহরাইয়ান
লাইগার

অনন্যা পান্ডের পরবর্তী সিনেমা (Ananya Panday Upcoming Movie)

খো গায়ে হাম কাহা (Kho Gaye Hum Kahan) : অনন্যার পরবর্তী সিনেমার তালিকায় রয়েছে খো গায়ে হাম কাহা সিনেমা যেখানে তার সাথে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরব কে। সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েগিয়েছে। তবে সিনেমাটি মুক্তি পাবে সম্ভবত 2023 এ।

ড্রিম গার্ল 2: এই সিনেমাতে তিনি আয়ুষ্মান খুরানার সাথে অভিনয় করবেন।

অনন্যা পান্ডের অ্যাওয়ার্ড (Ananya Panday Awards)

সাল (Year)পুরুস্কার (Award)বিভাগ (Category)ছবি (Film)
201926 তম স্ক্রিন অ্যাওয়ার্ড ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2
2019গ্রাজিয়া মিলেননিয়াল অ্যাওয়ার্ড নেক্সটজেন স্টার অফ দ্য ইয়ার না
2019ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড এমেজিং ফেস অফ ফ্যাশন -
2020ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বেস্ট ফিমেল ডেবিউ স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 এবং পতি পত্নী অর ওহ
2020জী সিনে অ্যাওয়ার্ড বেস্ট ফিমেল ডেবিউ স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2
202021 তম IIFA অ্যাওয়ার্ড ষ্টার ডেবিউ অফ দ্য ইয়ার - ফিমেলস্টুডেন্ট অফ দ্য ইয়ার 2
2020ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড এক্সসাইটিং ফ্রেশ ফেস -
2021লোকমত স্টাইলিশ অ্যাওয়ার্ডস মোস্ট স্টাইলিশ জেন Z স্টার -
2022হ্যালো! হল অফ ফেম অ্যাওয়ার্ড 2022মোস্ট প্রমিসিং ট্যালেন্ট অফ দ্য ইয়ার না
2022লোকমত স্টাইলিশ অ্যাওয়ার্ডমোস্ট স্টাইলিশ জেন Z স্টার না
2022ইন্ডিয়ান টেলিভশন একাডেমী অ্যাওয়ার্ড বছরের সেরা ডেবুট্যান্ট অভিনেত্রী - OTTগেহরাইয়ান
2023বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যাওয়ার্ড মোস্ট স্টাইলিশ অ্যাক্টর পিপল চয়েস - ফিমেল -
2023পিঙ্কভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড মোস্ট গ্ল্যামারাস আইকন-
2023হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া'স মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড মোস্ট স্টাইলিশ ইয়ুথ আইকন -

অনন্যা পান্ডেকে নিয়ে বিতর্ক (Ananya Panday Controversy)

2 অক্টোবর 2021 এ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক অভিযানে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। সেই কেসের তদন্ত করতে 21 অক্টোবর 2021 এ তাকে NCB এর অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসারেরা। কারন NCB এর অফিসাররা অনন্যার নাম খুঁজে পান আরিয়ান খানের WhatsApp চ্যাটে।

অনন্যা পান্ডের পছন্দ এবং শখ (Ananya Panday Likes and Hobbies)

প্রিয় অভিনেতা বলিউড - বরুন ধাওয়ান, রণভীর সিং

হলিউড - টম হিড্ডলস্টোন, লিওনার্দো ডি ক্যাপ্রিও
প্রিয় অভিনেত্রী বলিউড - কাজল, দীপিকা পাডুকোন

হলিউড - এম্মা স্টোন, জেনিফার লরেন্স, এম্মা ওয়াটসন
প্রিয় সিনেমা বলিউড - 2 স্টেটস (2014), স্টুডেন্ট অফ দ্য ইয়ার (2012)

হলিউড - ৫০ ফার্স্ট ডেটস (2004), কুং ফু পান্ডা (2008), ট্যাংলেড (2010), হ্যারি পটার (2001 - 2011), দ্য নোটবুক (2004), দ্য ডার্ক নাইট রাইসেস (2012), টাইটানিক (1997)
প্রিয় গায়ক জাস্টিন বিবার, ক্যাটি পেরি, টেলর সুইফট, এডি শিরান, জায়ান মালিক
প্রিয় টিভি শো ক্যাসল, দ্য বিগ ব্যাং থিওরি, গেলে
প্রিয় খেলোয়াড় ক্রিকেটার - বিরাট কোহলি

ফুটবলার - ক্রিস্টিয়ানো রোনাল্ডো ,নেইমার
প্রিয় বই ভেরোনিকা রথের 'ডাইভারজেন্ট', জেফ কিনের 'ডিয়ারি অফ অফ এ উইম্পি কিড', অ্যান ব্রাশারেসের 'দ্য সিস্টারহুড অফ দ্য ট্রাভেলিং প্যান্ট'
প্রিয় খাবার চকলেট, পিজা
প্রিয় জায়গা লাস ভেগাস, নিউ ইয়র্ক, লন্ডন
শখ ঘোরাঘুরি, নাচ করা, পড়া, পার্টি করা

অনন্যা পান্ডের জীবন সম্পর্কে কিছু মজার তথ্য (Interesting Fact Related to Ananya Panday)

  • অনন্যা পান্ডে 2019 এ বলিউডে আত্মপ্রকাশ করেন পুনিত মালহোত্রা পরিচালিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 সিনেমাতে।
  • অনন্যা তার ফিটনেস নিয়ে বেশ সচেতন।
  • অনন্যা একজন পশু প্রেমী তার একটি পোষ্য কুকুর রয়েছে যার নাম Fudge।
  • অনন্যা পান্ডে তার কাজিন আহান এবং আলানা পান্ডের খুব কাছের।
  • 2017 সালে অনন্যা প্যারিসে ভ্যানিটি ফেয়ারের Le Bal Des Debutantes ইভেন্টে অংশগ্রহন করেন।

Frequently Asked Questions (FAQs)

প্রশ্নঃ অনন্যা পান্ডে কে ?

উত্তরঃ একজন ভারতীয় অভিনেত্রী।

প্রশ্নঃ অনন্যা পান্ডে কার মেয়ে ?

উত্তরঃ অনন্যা পান্ডে বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে।

প্রশ্নঃ অনন্যা পান্ডে কবে জন্মগ্রহণ করেন ?

উত্তরঃ 30 অক্টোবর 1998

প্রশ্নঃ অনন্যা পান্ডের উচ্চতা কত ?

উত্তরঃ 5 ফুট 7 ইঞ্চি

প্রশ্নঃ অনন্যা পান্ডের বয়স কত ?

উত্তরঃ 24 বছর (1-1-2023 অনুযায়ী)

প্রশ্নঃ অনন্যা পান্ডের প্রথম সিনেমা কি ?

উত্তরঃ স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 (2019)

প্রশ্নঃ অনন্যা পান্ডের বাবা এবং মা কে ?

উত্তরঃ চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডে

প্রশ্নঃ অনন্যা পান্ডের বোনের নাম কি ?

উত্তরঃ রিসা পান্ডে

আরও পড়ুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *