Biography

অঙ্কুশ হাজরার জীবনী | Ankush Hazra Biography in Bengali

অঙ্কুশ হাজরার জীবনী, অঙ্কুশ হাজরার জীবন পরিচয়, অঙ্কুশ হাজরার জীবন কাহিনী, পরিবার, বাবা, মা, ভাই, বোন, প্রেমিকা, বয়স, পড়াশুনা, পেশা, অভিনয়, নতুন সিনেমা, পরবর্তী সিনেমা (Ankush Hazra Biography in Bengali, Ankush Hazra Biography, Family, Father, Mother, Brother, Sister, Girlfriend, Age, Education, Occupation, New Movie, Upcoming Cinema).

Ankush Hazra Biography in Bengali
ছবির উৎস: অঙ্কুশ হাজরার ইনস্টাগ্রাম

অঙ্কুশ হাজরা একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেতা এবং প্রযোজক। তিনি প্রধানত বাংলা সিনেমাতে অভিনয় করেন। 2010 সালে কেল্লাফতে সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করে 15 আগস্ট 2022 তিনি অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স নামে নিজের প্রোডাকশন হাউস শুরু করেন। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। এই নিবন্ধে আমরা তার জীবনের সমস্ত তথ্য শেয়ার করেছি।

অঙ্কুশ হাজরার জীবন পরিচয় (Ankush Hazra wiki bio)

আসল নাম অঙ্কুশ হাজরা
স্ক্রিন নাম অঙ্কুশ হাজরা
ডাকনাম অঙ্কুশ
পেশা অভিনয়, প্রযোজক
বয়স (1-1-2023 অনুযায়ী)33 বছর
নাগরিকত্ব ভারতীয়
জন্মতারিখ 10 ফেব্রুয়ারী 1989
রাশি কুম্ভ
জন্মস্থান বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
হোমটাউন বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
স্কুল হলি রক স্কুল, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
ইস্ট-ওয়েস্ট মডেল স্কুল, বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
কলেজ/ইউনিভার্সিটি দ্য হেরিটেজ একাডেমি, কলকাতা, ভারত
শিক্ষাগত যোগ্যতা বিবিএ
ভাষা বাংলা
ধর্ম হিন্দু


পরিবার
বাবা - অজানা
মা - অজানা
ভাই - না
বোন - অজানা (ছোট)
প্রথম সিনেমা কেল্লাফতে (2010)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
প্রেমিকা ঐন্দ্রিলা সেন

অঙ্কুশ হাজরার জন্ম, পরিবার এবং পড়াশুনা

অঙ্কুশ 1989 সালে 14 ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি মধ্যবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মা ছাড়াও তার একটি ছোট বোন রয়েছে। তিনি বর্ধমানে জন্মেছেন, বড় হয়েছেন এবং সেখান থেকেই তিনি স্কুলের পড়াশোনা শেষ করেন। তিনি বর্ধমানের হলি রক স্কুল এবং ইস্ট-ওয়েস্ট মডেল স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি বর্ধমানের দূর্গাপুরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হন তারপর তিনি  কলকাতার দ্য হেরিটেজ একাডেমি থেকে বিবিএ পড়েন।

অঙ্কুশ হাজরার শারীরিক বিবরণ

ওজন 70 কেজি
উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি

শারীরিক পরিমাপ (আনুমানিক)
বুক: 44 ইঞ্চি
কোমর: 34 ইঞ্চি
বাইসেপ: 15 ইঞ্চি
চোখের রং ডার্ক বাদামি
চুলের রং কালো

অঙ্কুশ হাজরার ব্যাক্তিগত জীবন, প্রেমিকা এবং বিয়ে

বর্তমানে অঙ্কুশ অবিবাহিত তবে তার অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সাথে প্রায় 10 বছর ধরে সম্পর্ক রয়েছে। মিডিয়ার তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি তিনি ঐন্দ্রিলা সেনকে বিয়ে করতে চলেছেন।

অঙ্কুশ হাজরার ক্যারিয়ার (Ankush Hazra Career)

অঙ্কুশ 2010 পীযূষ সাহার পরিচালনায় ‘কেল্লাফতে’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। এরপর তিনি 2012 সালে শ্রাবন্তীর সাথে ‘ইডিয়ট’ সিনেমাতে অভিনয় করেন এবং সিনেমাটি পরিচালনা করেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী রাজীব বিশ্বাস। 2013 সালে তিনি অশোক পতির পরিচালনায় নুসরাত জাহানের সাথে ‘খিলাড়ি’ সিনেমাতে অভিনয় করেন। 2014 সালে তিনি প্রথম ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমাতে শুভশ্রীর সাথে অভিনয় করেন এবং সিনেমাটি বক্স অফিসে সফল ছিল। 2016 তিনি কেলোর কীর্তি সিনেমাতে অভিনয় করেন যেখানে তিনি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেব এবং যীশু সেনগুপ্তের সাথে অভিনয় করেন। এছাড়াও তিনি আরো অনেক সিনেমাতে অভিনয় করেছেন।

সিনেমা ছাড়াও তিনি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। নিচে তার সমস্ত সিনেমার নাম এবং ওয়েব সিরিজের নাম দেওয়া হলো।

অঙ্কুশ হাজরার সিনেমার তালিকা

সাল (Year)সিনেমা (Film)
2010কেল্লাফতে (প্রথম সিনেমা)
2012ইডিয়ট

2013
কানামাছি
খিলাড়ি
2014আমি শুধু চেয়েছি তোমায়


2015
রোমিও বনাম জুলিয়েট (ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায়)
জামাই 420
আশিকি (ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায়)



2016
কি করে তোকে বলবো
কেলোর কীর্তি
জুলফিকার
হরিপদ ব্যান্ডওয়ালা

2017
আমি যে কে তোমার
বলো দুগ্গা মাঈকী
2018ভিলেন
2019বিবাহ অভিযান

2021
ম্যাজিক
F.I.R No. 339/07/06



2022
কিশমিশ (অতিথি শিল্পী)
সেভিংস অ্যাকাউন্ট
ওগো বিদেশিনী
উত্তরণ



2023
ভয়
লাভ ম্যারেজ
আবার বিবাহ অভিযান
বিয়ে বিভ্রাট (অতিথি শিল্পী)

অঙ্কুশ হাজরার ওয়েব সিরিজের তালিকা

সাল (Year)সিরিজ (Web Series)ওটিটি (OTT)
2020কেস জন্ডিস হইচই
2023শিকারপুর জী 5

অঙ্কুশ হাজরার পরবর্তী সিনেমা/ওয়েব সিরিজ

  • পাখি
  • মির্জা
  • মৃগয়া
  • কুরবান
  • মন খারাপ
  • চক্রব্যূহ
  • D4 Dance
  • সাজঘর

অঙ্কুশ হাজরার পুরস্কার

সাল (Year)পুরস্কার (Awards)বিভাগ (Category)কাজ (Work)
2011বিগ বাংলা নবাগত তারকা পুরস্কারবিগ বাংলা নবাগত তারকা পুরস্কার-সেরা ডান্সার (পুরুষ)কেল্লাফতে
2015কালাকার অ্যাওয়ার্ড সেরা অভিনেতা আমি শুধু চেয়েছি তোমায়
2016
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড
সেরা জুটি (নুসরাতের সাথে)জামাই 420


2017
সেরা জুটি (মিমির সাথে)কি করে তোকে বলবো
IBFA অ্যাওয়ার্ড সেরা জুটি (নুসরাতের সাথে)
হরিপদ ব্যান্ডওয়ালা

টেলি সিনে অ্যাওয়ার্ড
সেরা জুটি (নুসরাতের সাথে)
2019সেরা অভিনেতা
বিবাহ অভিযান


2020
কালাকার অ্যাওয়ার্ডস সেরা অভিনেতা
Wow এক্সেলেন্স অ্যাওয়ার্ড এন্টারটেইনমেন্ট কিং অফ দ্যা ইয়ার -
ফিল্ম এন্ড ফ্রেম ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ড সেরা অভিনেতা (কমিক রোল)বিবাহ অভিযান

2021
হইচই অ্যাওয়ার্ড 2020মোস্ট আউটস্ট্যান্ডিং ফার্স্ট অ্যপিয়ারেন্স (পুরুষ)কেস জন্ডিস
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস্টাইল আইকন (নন ফিকশন)হাসিওয়ালা & কোম্পানি
2022জী বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড প্রিয় সদস্য ডান্স বাংলা ডান্স
202320তম টেলি সিনে অ্যাওয়ার্ড সেরা অভিনেতা (ওয়েব সিরিজ)শিকারপুর

অঙ্কুশ হাজরাকে নিয়ে বিতর্ক

তিনি একটি ইন্টারভিউতে বলেন যে ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা AIEEE তে তিনি 100 র‍্যাংক করেন কিন্তু তিনি কলকাতার কোন ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাননি। এই বক্তব্যের পর তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রোল হয়েছিলেন।

2019 সালে অরিত্র জ্ঞান ইউটিউব চ্যানেলে তিনি একটি ইন্টারভিউ দেন এবং সেই ইন্টারভিউতে তার বক্তব্যের উপর ভিত্তি করে বাংলার জনপ্রিয় ইউটিউবার ‘দ্যা বং গায়’ মানে কিরণ দত্ত একটি মিম টুইট পোস্ট করেন কিন্তু তিনি সেটা মেনে না নিতে পেরে তিনিও বং গায় এর টুইটের উত্তর দেন যা থেকে পরে একটি খুবই বড়ো বিতর্ক তৈরী হয়।

অঙ্কুশ হাজরার পছন্দ এবং শখ

প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী
প্রিয় অভিনেত্রী রানী মুখার্জী
প্রিয় মিষ্টি মিষ্টি দই, সন্দেশ
প্রিয় রং কালো
প্রিয় ঘোরার জায়গা লন্ডন, সিঙ্গাপুর
শখ ভ্রমণ

অঙ্কুশ হাজরা সম্পর্কে কিছু অজানা তথ্য

  • তার ছোট বেলা থেকেই নাচ এবং অভিনয়ের শখ ছিল।
  • তিনি অভিনয় নিয়ে ক্যারিয়ার তৈরি করতে কলকাতায় আসেন।
  • 2023 সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে মহানায়ক সম্মান পান।
  • তিনি মুম্বাই থেকে ডান্সের প্রশিক্ষণ নেন।
  • তিনি এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ একই জায়গা থেকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নেন।
  • তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয়ের অফার পান কিন্তু তিনি সেটা ফিরিয়ে দেন কারন সিনেমাটি হলিউড সিনেমা ‘ফরেস্ট গামের’ রিমেক। তিনি চাননি কোন রিমেক সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে।
  • তিনি জী বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ এর সিজেন 9 & 10 এর বিচারক ছিলেন এবং সিজেন 11 এর সঞ্চালক ছিলেন।
  • তিনি স্টার জলসা চ্যানেলের হাসিওয়ালা & কোম্পানি শোয়ের সিজেন সিজেন 1 এর বিচারক ছিলেন।

FAQ

  1. প্রশ্নঃ অঙ্কুশ হাজরা কে ?

    উত্তরঃএকজন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী

  2. প্রশ্নঃ অঙ্কুশ হাজরা কবে জন্মগ্রহণ করেন ?

    উত্তরঃ 10 ফেব্রুয়ারী 1989

  3. প্রশ্নঃ অঙ্কুশ হাজরার প্রথম সিনেমার নাম কি ?

    উত্তরঃ কেল্লাফতে (2010)

  4. প্রশ্নঃ অঙ্কুশ হাজরার বয়স কত ?

    উত্তরঃ 33 বছর (1-1-2023 অনুযায়ী)

  5. প্রশ্নঃ অঙ্কুশ হাজরার প্রেমিকার নাম কি ?

    উত্তরঃ ঐন্দ্রিলা সেন

  6. প্রশ্নঃ অঙ্কুশ হাজরা কোথায় জন্মগ্রহণ করেন ?

    উত্তরঃ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে।

আরও পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *