অর্জুন চক্রবর্তীর জীবনী | Arjun Chakrabarty Biography in Bengali

অর্জুন চক্রবর্তীর জীবনী, অর্জুন চক্রবর্তীর জীবন পরিচয়, অর্জুন চক্রবর্তীর জীবন কাহিনী, পরিবার, বাবা, মা, ভাই, বোন, প্রেমিকা, বয়স, পড়াশুনা, পেশা, অভিনেতা, নতুন সিনেমা, পরবর্তী সিনেমা, বিয়ে, স্ত্রী, সন্তান (Arjun Chakrabarty Biography in Bengali, Arjun Chakrabarty Biography, Family, Father, Mother,Brother, Sister, Girlfriend, Age, Education, Occupation, Marriage, Wife, Children, New Movie, Upcoming Cinema).

Arjun Chakrabarty Biography in bengali
ছবির উৎস: অর্জুনের ইনস্টাগ্রাম

অর্জুন চক্রবর্তী একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেতা যিনি প্রধানত বাংলা সিনেমা এবং টিভি সিরিয়ালে অভিনয় করেন। 2010 সালে স্টার জলসা চ্যানেলে ‘গানের ওপারে’ সিরিয়ালে মিমি চক্রবর্তীর সাথে প্রধান চরিত্রে অভিনয় করেন এবং সিরিয়ালে তার অভিনয় মানুষের নজর কেড়েছিল। এছাড়াও তিনি গুপ্তধন ফ্রানচাইস সিনেমায় আবির চরিত্রের জন্যও বেশ জনপ্রিয়। শুধু বাংলা সিনেমায় নয় তিনি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। এই নিবন্ধে আমরা তার জীবনের সমস্ত তথ্য শেয়ার করেছি।

অর্জুন চক্রবর্তীর জীবন পরিচয় (Arjun Chakrabarty wiki bio)

আসল নাম অর্জুন চক্রবর্তী
স্ক্রিন নাম অর্জুন চক্রবর্তী
ডাকনাম ঋষি, আবীর
পেশা অভিনয়
বয়স (1-1-2023 অনুযায়ী)32 বছর
নাগরিকত্ব ভারতীয়
জন্ম তারিখ 5 মার্চ 1990
রাশি মীন
জন্মস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
হোমটাউন কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
স্কুল অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল
কলেজ/ইউনিভার্সিটি সেন্ট জেভিয়ার্স কলেজ
শিক্ষাগত যোগ্যতা মাস কমিউনিকেশন এবং ভিডিওগ্ৰ্যাফি নিয়ে স্নাতক
ভাষা বাংলা
ধর্ম হিন্দু
পরিবার বাবা - সব্যসাচী চক্রবর্তী
মা - মিঠু চক্রবর্তী
ভাই - গৌরব চক্রবর্তী (দাদা)
বোন - না
বৌদি - ঋদ্ধিমা ঘোষ
প্রথম অভিনয় সিরিয়াল:
গানের ওপারে - স্টার জলসা (2010)
সিনেমা:
বাপি বাড়ি যা (2012)
বৈবাহিক অবস্থা বিবাহিত
বিয়ের তারিখ 10 মার্চ 2016
স্ত্রী শ্রীজা চক্রবর্তী
সন্তান অবন্তিকা চক্রবর্তী (মেয়ে)

অর্জুন চক্রবর্তীর জন্ম এবং পরিবারের তথ্য

অর্জুন 1990 সালে 5 মার্চ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং তার মা মিঠু চক্রবর্তী যিনিও একজন অভিনেত্রী। এছাড়াও তার একটি বড় দাদা রয়েছে যার নাম গৌরব চক্রবর্তী তিনিও একজন জনপ্রিয় অভিনেতা। অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ তার বৌদি। তার স্ত্রীর নাম শ্রীজা চক্রবর্তী এবং তার একটি কন্যা সন্তান রয়েছে যার নাম অবন্তিকা চক্রবর্তী।

অর্জুন চক্রবর্তীর পড়াশুনা (Arjun Chakrabarty education)

অর্জুন কলকাতায় জন্মেছেন, বড় হয়েছেন এবং সেখান থেকেই তার পড়াশুনা শেষ করেন। তিনি কলকাতার ‘অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল’ থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেন। স্কুলের পড়াশোনা শেষ করে তিনি কলকাতার ‘সেন্ট জেভিয়ার্স কলেজ’ থেকে তিনি মাস কমিউনিকেশন এবং ভিডিওগ্ৰ্যাফি নিয়ে স্নাতক করেন। এরপর তিনি অভিনয় শুরু করেন।

অর্জুন চক্রবর্তীর শারীরিক বিবরণ

ওজন 70 কেজি
উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি
চোখের রং কালো
চুলের রং কালো

অর্জুন চক্রবর্তীর ব্যাক্তিগত জীবন, প্রেমিকা, বিয়ে এবং সন্তান

অর্জুন তার স্কুলের বান্ধবী শ্রীজা সেনের সাথে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2015 সালের 6 জুন তিনি শ্রীজার সাথে বাগদান সারেন। এরপর 2016 সালের 10 মার্চ তিনি তার দীর্ঘদিনের বান্ধবী শ্রীজাকে বিয়ে করেন। 2018 সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় যার নাম অবন্তিকা চক্রবর্তী।

অর্জুন চক্রবর্তীর ক্যারিয়ার (Arjun Chakrabarty career)

2010 সালে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত স্টার জলসা চ্যানেলে ‘গানের ওপারে’ টিভি সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করেন। সিরিয়ালটিতে তিনি প্রধান চরিত্রে (গোরা) অসাধারণ অভিনয় করেন এবং তার বিপরীতে অভিনয় করেন বর্তমানে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এরপর তিনি 2012 সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন মিমি চক্রবর্তী যিনি তার প্রথম সিরিয়ালের সহ অভিনেত্রী। তারা দুজনেই একই সাথে সিনেমায় আত্মপ্রকাশ করেন।

এরপর তিনি 2014 সালে চিরদিনই তুমি যে আমার 2 সিনেমায় অভিনয় করেন। 2015 সালে তিনি আবার টিভি সিরিয়ালে অভিনয় করেন কালার্স বাংলার ‘ব্যোমকেশ সিরিয়ালে’। 2017 সালে তিনি অভিনেতা যশ দাশগুপ্তের সাথে ‘ওয়ান’ সিনেমাতে অভিনয় করেন। এই একই বছর 2017 তে তিনি আবারো টিভি সিরিয়ালে অভিনয় করেন জী বাংলা চ্যানেলে ‘জামাই রাজা’ সিরিয়ালে।

2016 সালে তিনি ‘পিঙ্ক’ সিনেমা দিয়ে বলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে অমিতাভ বচ্চন এবং তাপসী পান্নুর মতো অভিনেতারা প্রধান চরিত্রে অভিনয় করেন।

2018 সালে তিনি ধ্রুব ব্যানার্জীর পরিচালনায় ‘গুপ্তধনের সন্ধানে’ সন্ধানে সিনেমায় অভিনয় করেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা আবীর চ্যাটার্জীর সাথে। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেন ইশা সাহা। সিনেমাটি বক্স অফিসে খুবই সফল হয়েছিল এবং বর্তমানে এটি একটি ফ্রাঞ্চাইজি সিনেমা আর এখনো পর্যন্ত মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্রাঞ্চাইজের। এই ফ্রাঞ্চাইজে তার অভিনয় বেশ প্রসংশনীয়।

2020 সালে তিনি দর্শনা বণিকের সাথে ‘মাঝে মাঝে তব’ বাংলা মিউজিক ভিডিওতে কাজ করেন।

এছাড়াও তিনি অনেক সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা ছাড়াও তিনি বেশ কিছু টিভি সিরিয়াল, টেলিফিল্ম, শর্টফিল্ম এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। নিচে তার সমস্ত টিভি সিরিয়াল, টেলিফিল্ম, শর্টফিল্ম, সিনেমা এবং ওয়েব সিরিজের নাম দেওয়া হলো।

টিভি সিরিয়াল:-

  • গানের ওপারে: স্টার জলসা (2010-2011)
  • ব্যোমকেশ: এপিসোড শজারুর কাঁটা – কালার্স বাংলা (2015)
  • জামাই রাজা: জী বাংলা (2017-2018)

থিয়েটার:-

  • এখন তখন (2013)
  • দুধ খেয়েছে মাও (2014)
  • চিতে গুড় (2016)

অর্জুন চক্রবর্তীর সিনেমার তালিকা

সাল (Year)সিনেমা (Film)
2012বাপি বাড়ি যা (প্রথম সিনেমা)




2014
যদি লাভ না দিলে প্রাণে
চিরদিনই তুমি যে আমার ২
বঙ্কু বাবু
জানলা দিয়ে বউ পালালো
কখন তোমার আসবে টেলিফোন




2015
দেবী (শর্ট ফিল্ম)
আসছে বছর আবার হবে
অটো নম্বর 9696
প্রোফেশনাল (টেলিফিল্ম, জী বাংলা সিনেমা)
বাওয়াল


2016
পিঙ্ক (প্রথম হিন্দি সিনেমা)
আকাশ ছোঁয়া (টেলিফিল্ম, জী বাংলা সিনেমা)
সেই মেয়েটা (টেলিফিল্ম, জী বাংলা সিনেমা)




2017
ওয়ান
ফ্লেমস (শর্ট ফিল্ম)
কিছু না বলা কথা
দ্যা হাংগরি স্টোনস (শর্ট ফিল্ম)
মাছের ঝোল



2018
রং বেরঙের কড়ি
গুপ্তধনের সন্ধানে
ক্রিসক্রস
ব্যোমকেশ গোত্র



2019
তুষাগ্নি
ফাইনালি ভালবাসা
দুর্গেশগড়ের গুপ্তধন
সত্যমেব জয়তে (ওয়েব ফিল্ম, জী 5)


2020
আওশান (হিন্দি)
লাভ আজ কাল পরশু
সাহেবের কাটলেট
2021অভিযাত্রিক


2022
এক্স=প্রেম
কর্ণসুবর্ণের গুপ্তধন
খেলা যখন
2023মিথ্যে প্রেমের গান

অর্জুন চক্রবর্তীর ওয়েব সিরিজের তালিকা

সাল (Year)সিরিজ (Web Series)ওটিটি (OTT)
2019দ্যা নাইটওয়াচম্যান


হইচই
2020বন্য প্রেমের গল্প 2

2021
মার্ডার ইন দ্যা হিলস
ব্যোমকেশ সিজেন 7


2022
মুক্তিজী 5
মহাভারত মার্ডার্স
হইচই
মার্ডার বাই দ্যা সী

অর্জুন চক্রবর্তীর পরবর্তী সিনেমা/ওয়েব সিরিজ

  • কাবাডি কাবাডি
  • দেবী চৌধুরানী
  • প্রান্তিক
  • কাঠ বাদামের গন্ধ

অর্জুন চক্রবর্তীর পুরস্কার (Arjun Chakrabarty awards)

সাল (Year)পুরস্কার (Award)বিভাগ (Category)কাজ (Work)


2011
স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস আগামি দিনের স্টার

গানের ওপারে
টেলি সম্মান অ্যাওয়ার্ডস সেরা পুরুষ ডেবুটেন্ট
বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ডসরাইজিং স্টার (পুরুষ)


2018
জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস 2018সেরা জামাইজামাই রাজা
বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2017সেরা অভিনেতা ফ্লেমস
হায়দরাবাদ তেলঙ্গনা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালসেরা পার্শ্ব চরিত্রব্যোমকেশ গোত্র

2022
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2021সেরা অভিনেতা (ক্রিটিক্স)অভিযাত্রিক
হইচই অ্যাওয়ার্ডস 2021সেরা পার্শ্ব চরিত্র - পরুষ (সিরিজ)মার্ডার ইন দ্যা হিলস এবং ব্যোমকেশ সিজেন 7

অর্জুন চক্রবর্তী সম্পর্কে কিছু অজানা তথ্য

  • তিনি একজন শান্তশিষ্ট প্রকৃতির মানুষ।
  • তার প্রিয় খেলা ফুটবল।
  • তিনি এবং তার স্ত্রী শ্রীজা একই স্কুলে পড়তেন এবং দ্বাদশ শ্রেণিতে একে অপরের সাথে পরিচয় হন।
  • তার শখ হল ফুটবল খেলা।
  • তার ডাকনাম ঋষি।
  • তার প্রিয় ঘোরার জায়গা আমেরিকা।

FAQ

প্রশ্নঃ অর্জুন চক্রবর্তী কে ?

উত্তরঃ একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী।

প্রশ্নঃ অর্জুন চক্রবর্তী কবে জন্মগ্রহণ করেন ?

উত্তরঃ 5 মার্চ 1990

প্রশ্নঃ অর্জুন চক্রবর্তীর প্রথম সিরিয়ালের নাম কি ?

উত্তরঃ গানের ওপারে (2010)

প্রশ্নঃ অর্জুন চক্রবর্তীর বয়স কত ?

উত্তরঃ 32 বছর (1-1-2023 অনুযায়ী)

প্রশ্নঃ অর্জুন চক্রবর্তীর প্রথম সিনেমার নাম কি ?

উত্তরঃ বাপি বাড়ি যা (2012)

প্রশ্নঃ অর্জুন চক্রবর্তীর স্ত্রীর নাম কি ?

উত্তরঃ শ্রীজা সেন।

প্রশ্নঃ অর্জুন চক্রবর্তীর কটি সন্তান ?

উত্তরঃ 1টি (মেয়ে)

প্রশ্নঃ অর্জুন চক্রবর্তীর মেয়ের নাম কি ?

উত্তরঃ অবন্তিকা চক্রবর্তী।

আরও পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *