ভূমি পেডনেকারের জীবনী | Bhumi Pednekar Biography in Bengali
ভূমি পেডনেকার এর জীবনী, ভূমি পেডনেকারের জীবন পরিচয়, ভূমি পেডনেকারের জীবন কাহিনী, পরিবার, বাবা, মা, ভাই, বোন, জন্ম, পড়াশুনা, বয়স, প্রেমিক, ক্যারিয়ার, অভিনয়, নতুন সিনেমা, পরবর্তী সিনেমা ( Bhumi Pednekar Biography in Bengali, Bhumi Pednekar Biography, Family, Father, Mother, Brother, Sister, Birth, Education, Age, Boyfriend, Career, New Movie, Upcoming cinema).

ভূমি পেডনেকার একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী যিনি প্রধানত হিন্দি সিনেমাতে অভিনয় করেন। অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসাবে ক্যারিয়ার শুরু করার পর তিনি 2015 সালে অভিনয় জীবন শুরু করেন। তিনি তার অভিনয়ের দক্ষতায় বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। এই নিবন্ধে আমরা ভূমি পেডনেকারের জীবনের সমস্ত তথ্য আলোচনা করেছি।
Table of Contents
ভূমি পেডনেকারের জীবন পরিচয় (Bhumi Pednekar wiki bio in bengali)
আসল নাম | ভূমি পেডনেকার |
স্ক্রিন নাম | ভূমি পেডনেকার |
ডাকনাম | ভূমি |
পেশা | অভিনয় |
বয়স (1-1-2023 অনুযায়ী) | 33 বছর |
নাগরিকত্ব | ভারতীয় |
জন্ম তারিখ | 18 জুলাই 1989 |
রাশি | কর্কট |
জন্মস্থান | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
হোমটাউন | মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
স্কুল | আর্য বিদ্যা মন্দির, জুহু, মুম্বাই |
কলেজ/ইউনিভার্সিটি | হুইসলিং উডস ইন্টারন্যাশনাল (খারাপ উপস্থিতির জন্য বহিস্কার করে দেয়) মুম্বাই ইউনিভার্সিটি |
শিক্ষাগত যোগ্যতা | বি.কম |
ভাষা | হিন্দি |
ধর্ম | হিন্দু |
পরিবার | বাবা - সতীশ পেডনেকার মা - সুমিত্রা পেডনেকার ভাই - না বোন - সমীক্ষা পেডনেকার (যমজ) |
প্রথম সিনেমা | দম লাগা কে হাইশা (2015) |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
পারিশ্রমিক | সিনেমা প্রতি 2-3 কোটি টাকা |
ভূমি পেডনেকারের জন্ম এবং পরিবারের তথ্য (Bhumi Pednekar birth and family details)
ভূমি পেডনেকার 1989 সালের 18 জুলাই ভারতের মহারাষ্ট্রের বোম্বাই (বর্তমানে মুম্বাই) শহরে একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সতীশ পেডনেকার মহারাষ্ট্রের প্রাক্তন হোম এন্ড লেবার মিনিস্টার ছিলেন এবং তার সুমিত্রা পেডনেকার একজন তামাক বিরোধী কর্মী হিসাবে কাজ করেন ওরাল ক্যান্সারে তার স্বামী সতীশ পেডনেকার এর মৃত্যুর পর থেকে। তার একটি যমজ বোন রয়েছে যার নাম সমীক্ষা পেডনেকার পেশায় একজন উকিল।
ভূমি পেডনেকারের পড়াশুনা এবং প্রাথমিক জীবন (Bhumi Pednekar education and early life)
ভূমি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত আর্য বিদ্যা মন্দির স্কুল থেকে তার পস্কুলের পড়াশুনা শেষ করেন। 15 বছর বয়সে তার বাবা মা তার হুইসলিং উডস ইন্টারন্যাশনাল-এ অভিনয় নিয়ে পড়ার জন্য স্টাডি লোন নিয়েছিলেন কিন্তু তার খারাপ উপস্থিতির কারনে সেখান থেকে তাকে বহিস্কার করে। এর দেড় বছর পর তিনি যশ রাজ ফিল্মসে (Yash Raj Films) সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন এবং তার লোন শোধ করেন। পাশাপাশি তিনি মুম্বাই ইউনিভার্সিটি থেকে বি.কম ডিগ্রি পাশ করেন।
ভূমি পেডনেকারের শারীরিক বিবরণ
ওজন | 60 কেজি |
উচ্চতা | 5 ফুট 4 ইঞ্চি |
শারীরিক পরিমাপ (আনুমানিক) | 34-30-34 |
চোখের রং | বাদামি |
চুলের রং | কালো |
ভূমি পেডনেকারের ক্যারিয়ার (Bhumi Pednekar career)
2015 সালে ভূমি যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) প্রযোজনায় ‘দম লাগা কে হাইশা’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। সিনেমাটিতে তিনি আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেন। সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রশংসিত পাই এবং সিনেমাটি বক্স অফিসে সফল হয়েছিল।
2017 সালে তিনি বলিউডের খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমারের সাথে ‘টয়লেট: এক প্রেম কথা’ সিনেমাতে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করে এবং 311.5 করে সাথে সেই বছরে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় চতুর্থ স্থান পায়। এই বছর তিনি আয়ুষ্মান খুরানার সাথে আরো একটি সিনেমা ‘শুভ মঙ্গল সাবধান’-এ অভিনয় করেন। এই সিনেমাটিতেও তার অভিনয় বেশ প্রশংসিত হয় এবং বক্স অফিসেও ভালো ব্যবসা করে।
2019 সালটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ বছর ছিল কারন এই বছর তার চারটি সিনেমা মুক্তি পায়। এই বছরে তার প্রথম সিনেমা ‘সোনচিরিয়া’-তে তিনি প্রায়ত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সাথে সাথে অভিনয় করেন এবং সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রসংশিত পায়। এরপর তিনি রিয়েল লাইফ বিওগ্রাফির উপর ভিত্তি করে নির্মিত সিনেমা ‘সান্ড কি আঁখ’ সিনেমায় তাপসী পান্নুর সাথে অভিনয় করেন এবং এই সিনেমাটিতেও তার অভিনয় দর্শকের নজর কাড়ে তবে এই সিনেমা দুটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এই বছরে তার তৃতীয় সিনেমা ‘বালা’-তে তিনি তৃতীয় বারের জন্য আয়ুষ্মান খুরানার সাথে অভিনয় করেন সিনেমাটি বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করে এবং 172 কোটি টাকা ইনকাম করে। এই বছরে তার শেষ সিনেমা ‘পতি পত্নী অর ওহ’ সিনেমাতে তিনি কার্তিক আরিয়ানের সাথে অভিনয় করেন। সিনেমাটিতে অনন্যা পান্ডেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এবং সিনেমাটি বক্স অফিসে 118 কোটি টাকার ব্যবসা করে।
2022 সালে তিনি অভিনেতা রাজকুমার রাও এর সাথে ‘বাধাই দো’ সিনেমাতে অভিনয় করেন এবং সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রশংসা পায়। এই বছরে আনন্দ এল রাই এর পরিচালনায় তার পরের সিনেমা ‘ রক্ষা বন্ধন’ এ তিনি অক্ষয় কুমারের সাথে অভিনয় করেন। তার এই দুটি সিনেমায় বক্স অফিসে একদমই ব্যবসা করতে পারেনি। এই বছরে তার শেষ সিনেমা ‘গোবিন্দা নাম মেরা’ ডিজনি প্লাস হটস্টার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাই যেখানে তিনি ভিকি কৌশল এবং কিয়ারা আদভানির সাথে অভিনয় করেন।
এছাড়াও তিনি আরো অনেক সিনেমাতে অভিনয় করেছেন। নিচে তার সমস্ত সিনেমার নাম দেওয়া হলো।
ভূমি পেডনেকারের সিনেমার তালিকা (Bhumi Pednekar movie list)
সাল (Year) | সিনেমা (Film) |
---|---|
2015 | দম লাগা কে হাইশা (প্রথম সিনেমা) |
2017 | টয়লেট: এক প্রেম কথা |
শুভ মঙ্গল সাবধান | |
2018 | লাস্ট স্টোরিস |
2019 | সোনচিরিয়া |
সান্ড কি আঁখ | |
বালা | |
পতি পত্নী অর ওহ | |
2020 | শুভ মঙ্গল জ্যাদা সাবধান (ক্যামিও) |
ভূত (ক্যামিও) | |
ডলি কিটি অর ওহ চমকতে সিতারে | |
দুর্গামতি | |
2022 | বাধাই দো |
রক্ষা বন্ধন | |
গোবিন্দা নাম মেরা | |
2023 | ভেদ |
আফওয়াহ | |
থ্যাংক ইউ ফর কামিং |
ভূমি পেডনেকারের নতুন/পরবর্তী সিনেমা (Bhumi Pednekar new/upcoming cinema)
ভক্ষক
দ্য লেডি কিলার
মেরি পত্নী কি রিমেক
ভূমি পেডনেকারের অ্যাওয়ার্ড (Bhumi Pednekar award)
সাল (Year) | অ্যাওয়ার্ড (Award) | বিভাগ (Category) | কাজ (Work) |
---|---|---|---|
2015 | জাগরণ ফিল্ম ফেস্টিভ্যাল | সেরা অভিনেত্রী | দম লাগা কে হাইশা |
ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন | বেস্ট ফিমেল পারফরমেন্স | ||
বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড | বেস্ট এন্টারটেইনিং অভিনেত্রী ইন এ সোশ্যাল রোল | ||
স্টারডাস্ট অ্যাওয়ার্ড | বেস্ট ডেবিউ অভিনেত্রী | ||
স্টার গিল্ড অ্যাওয়ার্ড | বেস্ট ডেবিউ অভিনেত্রী | ||
2016 | ফিভার 104FM এন্টারটেইনমেন্ট কা বাপ অ্যাওয়ার্ড | বাপ ডেবিউ অফ দ্য ইয়ার | |
জী সিনে অ্যাওয়ার্ড | বেস্ট ডেবিউ অভিনেত্রী | ||
স্ক্রিন অ্যাওয়ার্ড | বেস্ট ডেবিউ অভিনেত্রী | ||
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড | বেস্ট ডেবিউ অভিনেত্রী | ||
বলিউড বিজনেস অ্যাওয়ার্ড | হাইয়েস্ট গ্রসিং ডেবিউ অভিনেত্রী | ||
ELLE ইন্ডিয়া গ্রাজুয়েট অ্যাওয়ার্ড | ব্রেকআউট ডেবিউ | ||
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড (IIFA) | স্টার ডেবিউ অফ দ্য ইয়ার - মহিলা | ||
2017 | যাসনে ইয়ংইস্তান অ্যাওয়ার্ড | সেরা অভিনেত্রী | টয়লেট: এক প্রেম কথা |
লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ড | ব্রেকথ্রু পারফর্মেন্স অফ দ্য ইয়ার | শুভ মঙ্গল সাবধান | |
ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড | এমেজিং ফেস অফ ফ্যাশন | - | |
2018 | এশিয়া স্পা ইন্ডিয়া অ্যাওয়ার্ড | ফিটনেস আইকন অ্যাওয়ার্ড | - |
Beti Flo Great Women Awards | ইয়ং এচিভার সিনেমা | - | |
দাদা সাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড | সেরা অভিনেত্রী | টয়লেট: এক প্রেম কথা | |
দেবী অ্যাওয়ার্ড | স্পেশাল অ্যাওয়ার্ড | - | |
লোকমাত মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড | মোস্ট স্টাইলিশ রাইসিং স্টার | - | |
2019 | FOI অনলাইন অ্যাওয়ার্ড | স্পেশাল জুরি মেনশন | লাস্ট স্টোরিস |
এশিয়া স্টার অ্যাওয়ার্ড | ফেস অফ এশিয়া | - | |
স্ক্রিন অ্যাওয়ার্ড | সেরা অভিনেত্রী (ক্রিটিক্স) | সান্ড কি আঁখ | |
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড | এশিয়ান স্টার: আপ নেক্সট | - | |
নিকেলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডস, ইন্ডিয়া | জোড়ি কামাল কি | সান্ড কি আঁখ | |
2020 | FOI অনলাইন অ্যাওয়ার্ড | স্পেশাল জুরি মেনশন | সোনচিরিয়া |
লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ড | সেরা অভিনেত্রী | সান্ড কি আঁখ |
|
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড | সেরা অভিনেত্রী (ক্রিটিক্স) | ||
জী সিনে অ্যাওয়ার্ড | বেস্ট সাপোর্টিং অভিনেত্রী | বালা | |
2022 | এশিয়া ওয়ান অ্যাওয়ার্ড | ব্ল্যাক সোয়ান পাথ ব্রেকিং অ্যাক্টর অফ দ্য ইয়ার 2021-22 | বাধাই দো |
কোভিড - 19 কমিটমেন্ট অ্যাওয়ার্ড 2021-22 | - | ||
GQ মেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড | দ্য ক্রিয়েটিভ ফোর্স | - | |
ফিল্মফেয়ার মিডিল ইস্ট এচিভার নাইট অ্যাওয়ার্ড | মৌল্ড ব্রেকার অফ দ্য ইয়ার | - | |
Exhibit টেক অ্যাওয়ার্ড | ভাইরাল সেলেব অফ দ্য ইয়ার | - | |
2023 | স্টারডাস্ট অ্যাওয়ার্ড | পাথব্রেকিং পারফরমেন্স অফ দ্য ইয়ার | বাধাই দো |
সকল সম্মান অ্যাওয়ার্ড | স্পেশাল অ্যাওয়ার্ড | - | |
নিউজ 18 শোষা রীল অ্যাওয়ার্ড | ব্রেকথ্রু পারফর্মেন্স অফ দ্য ইয়ার | বাধাই দো | |
বলিউডলাইফ.কম | সেরা অভিনেত্রী - হিন্দি মুভিস | গোবিন্দা নাম মেরা | |
বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যাওয়ার্ড | মোস্ট স্টাইলিশ সোশ্যাল ওয়ারিয়র | - | |
পিঙ্কভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড | স্টাইলিশ পাথব্রেকার - ফিমেল | - | |
ELLE সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড | ELLE সাসটেইনেবিলিটি চ্যাম্পিয়ন অফ দ্য ইয়ার | - | |
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড | সেরা অভিনেত্রী (ক্রিটিক্স) | বাধাই দো | |
মামাআর্থ এন্ড ফেমিনা প্রেজেন্ট বিউটিফুল ইন্ডিয়ান্স | সেলেবস ফর গুড | - | |
গ্রাজিয়া মিলেনিয়াল অ্যাওয়ার্ড | মিলেনিয়াল স্টার অন দ্য রাইস | - | |
এলে বিউটি অ্যাওয়ার্ড | গেমচেঞ্জার | - |
ভূমি পেডনেকারের ব্যাক্তিগত জীবন, প্রেমিক এবং বিয়ে (Bhumi Pednekar personal life, boyfriend and marriage)
ভূমি পেডনেকার এখনো অবিবাহিত তবে তার বিল্ডার যশ কাটারিয়ার সাথে সম্পর্ক রয়েছে বলে গুজব শোনা যায়।
ভূমি পেডনেকারের পারিশ্রমিক এবং মোট সম্পত্তি (Bhumi Pednekar net worth)
ভূমি সিনেমাটি প্রতি আনুমানিক 2-3 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া তিনি বিভিন্ন বিজ্ঞাপন এবং ব্র্যান্ড প্রমশন থেকেও ইনকাম করে থাকেন। তার মোট সম্পত্তির পরিমান আনুমানিক 15 কোটি টাকা। তার কাছে একটি করে মার্সেডিজ বেঞ্জ S350d, অডি Q7, BMW 730Ld এবং রেঞ্জ রোভার গাড়ি রয়েছে।
ভূমি পেডনেকারের পছন্দ এবং শখ
প্রিয় অভিনেতা | শাহরুখ খান, সালমান খান |
প্রিয় অভিনেত্রী | প্রিয়াঙ্কা চোপড়া |
প্রিয় সিনেমা | রাজা হিন্দুস্তানি |
প্রিয় খাবার | বাটার চিকেন, ডাল মাখনি, চকলেট, পিজা |
প্রিয় রং | লাল |
প্রিয় ঘোরার জায়গা | স্পেনের ইবিজা |
শখ | যোগা করা, পড়া |
ভূমি পেডনেকারের সম্পর্কে অজানা মজার তথ্য (Interesting facts about Bhumi Pednekar)
- তার ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল।
- অভিনেত্রী হওয়ার আগে যশ রাজ ফিল্মসের প্রযোজনায় শানু শর্মার অধীনে 6 বছর অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করেন।
- তার প্রথম সিনেমা দম লাগা কে হাইশার এর জন্য তিনি 27 কেজি ওজন বৃদ্ধি করে 92 কেজি এবং এরপর আড়াই বছর ধরে ওজন কমিয়ে 56 কেজি করেন।
- তিনি কামাল রশিদ খান (কেআরকে) এর দেশদ্রোহী প্রায় 100 বার দেখেছেন।
- তিনি ফুটবলার লিওনেল মেসির একজন বড় ভক্ত।
- 2018 সালে তিনি ফোর্বস ইন্ডিয়ার 30 আন্ডার 30 তালিকায় ফিচার হন।
- 2019 সালে তিনি পরিবেশ রক্ষা এবং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সতর্ক করতে ক্লাইমেট ওয়ারিয়র নামে একটি ক্যাম্পেন শুরু করেন।
- 2019 সালে তিনি টাইমস অফ ইন্ডিয়ার মোস্ট ডিজায়ারেবল ওমেন তালিকায় 40 এবং 2020 সালে 39 স্থানে অবস্থান পান।
- 2022 সালে তিনি নাইকা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হন।
FAQ
-
প্রশ্নঃ ভূমি পেডনেকার কে ?
উত্তরঃ একজন ভারতীয় হিন্দি সিনেমার অভিনেত্রী।
-
প্রশ্নঃ ভূমি পেডনেকার কবে জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ 18 জুলাই 1989
-
প্রশ্নঃ ভূমি পেডনেকারের প্রথম সিনেমার নাম কি ?
উত্তরঃ দম লাগা কে হাইশা (2015)
-
প্রশ্নঃ ভূমি পেডনেকারের স্বামীর নাম কি ?
উত্তরঃ তিনি অবিবাহিত।
-
প্রশ্নঃ ভূমি পেডনেকারের বয়স কত ?
উত্তরঃ 33 বছর (1-1-2023 অনুযায়ী)