বিদ্যা সিনহা সাহা মীম এর জীবনী | Bidya Sinha Saha Mim Biography in Bengali

বিদ্যা সিনহা সাহা মীম জীবনী, বিদ্যা সিনহা সাহা মীম এর জীবন পরিচয়, বিদ্যা সিনহা সাহা মীম এর জীবন কাহিনী, পরিবার, বাবা, মা, ভাই, বোন, প্রেমিক, বয়স, পেশা, পড়াশুনা, বিয়ে, স্বামী, সন্তান, অভিনেত্রী, মডেল, নতুন সিনেমা, পরবর্তী সিনেমা (Bidya Sinha Saha Mim Biography in Bengali, Bidya Sinha Saha Mim Biography, Family, Father, Mother, Brother, Sister, Boyfriend, Age, Occupation, Education, Marriage, Husband, Children, Actress, Model, New Movie, Upcoming Cinema).

ছবির উৎস: বিদ্যা সিনহা ইন্সটাগ্রাম

বিদ্যা সিনহা সাহা মীম একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী, মডেল এবং লেখিকা। তিনি বাংলাদেশী সিনেমার সাথে সাথে বাংলাদেশী টিভি নাটক এবং ওয়েব সিরিজেও অভিনয় করেন। মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করে ২০০৮ সালে তিনি অভিনয় জীবন শুরু করেন। তিনি ভারতীয় বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন এবং তিনি ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। এই নিবন্ধে আমরা বিদ্যা সিনহা সাহা মীম এর জীবনের সমস্ত তথ্য এবং তার জীবনের কিছু অজানা তথ্য শেয়ার করেছি।

বিদ্যা সিনহা সাহা মীম এর জীবন পরিচয় (Bidya Sinha Saha Mim wiki bio in bengali)

আসল নাম বিদ্যা সিনহা সাহা মীম
স্ক্রিন নাম বিদ্যা সিনহা সাহা মীম
ডাকনাম মীম
পেশা অভিনয়, মডেল, লেখিকা
বয়স (১-১-২০২৩ অনুযায়ী)৩০ বছর
নাগরিকত্ব বাংলাদেশী
জন্ম তারিখ ১০ নভেম্বর ১৯৯২
জন্মস্থান রাজশাহী, বাংলাদেশ
হোমটাউন ঢাকা, বাংলাদেশ
স্কুল নবাব ফয়জুন্নেছা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, কুমিল্লা
কলেজ/বিশ্ববিদ্যালয় কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা বাংলা সাহিত্যে স্নাতকোত্তর
বাবা বীরেন্দ্র নাথ সাহা
মা ছবি সাহা
বোন প্রজ্ঞা সিনহা সাহা
ভাষা বাংলা
ধর্ম হিন্দু
রাশি বৃশ্চিক
প্রথম সিনেমা আমার আছে জল (২০০৮)
বৈবাহিক অবস্থা বিবাহিত
বিয়ের তারিখ ৪ জানুয়ারী ২০২২
স্বামী সনি পোদ্দার

বিদ্যা সিনহা সাহা মীম এর জন্ম এবং পরিবারের তথ্য

বিদ্যা সিনহা সাহা মীম ১৯৯২ সালে ১০ নভেম্বর বাংলাদেশের রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা বীরেন্দ্র নাথ সাহা একজন প্রফেসার এবং সোশ্যাল ওয়েল ফেয়ার ডিপার্টমেন্টের চেয়ারপারসন ছিলেন। তার মা ছবি সাহা একজন গৃহিনী ছিলেন। এছাড়াও তার একটি ছোট বোন রয়েছে যার নাম প্রজ্ঞা সিনহা সাহা।

বিদ্যা সিনহা সাহা মীম এর পড়াশুনা

বিদ্যা সিনহা সাহা মীম বাংলাদেশের কুমিল্লার নবাব ফয়জুন্নেছা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। উচ্চমাধ্যমিক পাশ করে তিনি ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর করেন।

বিদ্যা সিনহা সাহা মীম এর শারীরিক বিবরণ

ওজন ৫০ কেজি
উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি
শারীরিক পরিমাপ (আনুমানিক)৩০-২৮-৩০
চোখের রং বাদামি
চুলের রং হালকা বাদামি

বিদ্যা সিনহা সাহা মীম এর ক্যারিয়ার

বিদ্যা সিনহা সাহা মীম মডেল হিসাবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি ২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহন করেন এবং প্রতিযোগিতার বিজয়ী হন। এরপর তিনি অভিনয় জগতে আসেন।

২০০৮ সালে বিদ্যা সিনহা সাহা মীম ‘আমার আছে জল’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ছবিটি পরিচালনা করেন হুমায়ন আহমেদ এবং ছবিটিতে তিনি অভিনয় করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদের সাথে।

২০০৯ সালে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন আমার প্রাণের প্রিয়া সিনেমাতে।

২০১৪ সালে তার মুক্তি পাওয়া ছবি জোনাকির আলো সিনেমাতে তার অভিনয়ের জন্য তিনি বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

২০১৫ সালে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি ব্ল্যাক সিনেমাতে অভিনয় করেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহমের বিপরীতে।

২০১৭ সালে তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় ভারতীয় সিনেমা ইয়েতি অভিযান -এ অভিনয় করেন। সিনেমাটিতে তিনি ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী এবং যীশু সেনগুপ্তের সাথে অভিনয় করেন।

২০১৮ সালে তিনি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সুলতান: দা সেভিয়ার এ ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার জিৎ এর সাথে অভিনয় করেন।

এছাড়াও তিনি আরো অনেক বাংলাদেশী সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমা ছাড়াও তিনি অনেক বাংলাদেশী টিভি নাটকেও অভিনয় করেছেন। তিনি বাংলাদেশী ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। নিচে তার সমস্ত সিনেমার নাম এবং ওয়েব সিরিজের নাম দেওয়া হলো:

বিদ্যা সিনহা সাহা মীম এর সিনেমার তালিকা

সাল সিনেমা
২০০৮আমার আছে জল
২০০৯আমার প্রাণের প্রিয়া

২০১৪
জোনাকির আলো
তারকাঁটা

২০১৫
পদ্ম পাতার জল
ব্ল্যাক

২০১৬
সুইটহার্ট
আমি তোমার হতে চাই



২০১৭
ভালোবাসা এমনই হয়
আসমানে পাখা মেলো
ইয়েতি অভিযান
দুলাভাই জিন্দাবাদ


২০১৮
আমি নেতা হবো
পাষান
সুলতান: দা সেভিয়ার


২০১৯
দাগ হৃদয়ে
থাই কারি
সাপলুডু
২০২০কানেকশন (শর্ট ফিল্ম)
২০২১WTFry
২০২২কার্নিশ (টিভি ফিল্ম)
২০২২পরান
২০২২দামাল

বিদ্যা সিনহা সাহা মীম এর নতুন/পরবর্তী সিনেমা

  • ইত্তেফাক
  • মানুষ
  • অন্তর্জাল
  • আমি ইয়াসমিন বলছি
  • মিশন হান্টডাউন: এটি একটি হইচই বাংলাদেশের ওয়েব সিরিজ।

বিদ্যা সিনহা সাহা মীম এর ওয়েব সিরিজের তালিকা

সাল ওয়েব সিরিজ ওটিটি

২০১৯
বিউটি এন্ড দা বুলেট
বায়োস্কোপ
নীল দরজা

বিদ্যা সিনহা সাহা মীম এর পুরস্কার

সাল পুরস্কার বিভাগ কাজ
২০০৮মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী (ক্রিটিক্স)আমার আছে জল
২০১৪বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী জোনাকির আলো
২০১৫কালচারাল জার্নালিস্টস ফোরাম অফ বাংলাদেশ অ্যাওয়ার্ডস স্পেশাল এচিভমেন্ট -

২০১৯
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি অ্যাওয়ার্ডস ২০১৫ (বাচসাস)শ্ৰেষ্ঠ অভিনেত্রী পদ্ম পাতার জল
ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডস স্পেশাল জুরি অ্যাওয়ার্ড -



২০২১
ট্যাক্স কার্ড সম্মাননা ২০২০অভিনেতা/অভিনেত্রী শ্রেনীতে ২য় সর্বোচ্চ আয়কর প্রদানকারী -
ট্যাক্স কার্ড সম্মাননা ২০২১অভিনেতা/অভিনেত্রী শ্রেনীতে সর্বোচ্চ আয়কর প্রদানকারীর একজন -
ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ডস সেরা অভিনেত্রী
মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডস ২০১৯সেরা অভিনেত্রী (দর্শকের ভোটে)সাপলুডু





২০২২
ফিল্মস এন্ড ফ্রেম ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২১ (FAFDA)বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য অবদান-
আইকনিক স্টার অ্যাওয়ার্ডস সেরা চলচ্চিত্র অভিনেত্রী -
ওমেন ইনস্পিরেশনাল অ্যাওয়ার্ডস ২০২২--
নিবেদিতা ইকুয়ালাইজার ২০২২বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে বিস্ময়কর অবদান-
জাগ্রত স্টার অ্যাওয়ার্ডস জনপ্রিয় অভিনেত্রী -
Este Medicalমোস্ট এস্থেটিক চলচ্চিত্র অভিনেত্রী-


২০২৩
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী (পপুলার)

পরান
আইকনিক স্টার অ্যাওয়ার্ড সেরা সিনেমা অভিনেত্রী
২০তম টেলি সিনে অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী (বাংলাদেশ)

বিদ্যা সিনহা সাহা মীম এর ব্যাক্তিগত জীবন, প্রেমিক এবং বিয়ে

বর্তমানে বিদ্যা সিনহা সাহা বিবাহিত। সনি পোদ্দারের সাথে দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর ২০২১ সালের ১০ নভেম্বর তিনি বাগদান সারেন। ২০২২ সালের ৪ জানুয়ারী তিনি সনি পোদ্দারের সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন ঢাকার রেডিসন হোটেলে।তার স্বামী সনি পোদ্দার পেশায় ব্যাঙ্কে চাকরি করেন।

লেখিকা বিদ্যা সিনহা সাহা মীম

তিনি দুটি বই ও লেখেন। ২০১২ সালে অমর একুশে গ্রন্থমেলায় তার প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ প্রকাশিত হয় এবং পরের বছর ২০১৩ সালের বই মেলায় প্রকাশিত হয় তার দ্বিতীয় বই ‘পূর্ণতা’ বই টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন একটি মেয়ের গল্প নিয়ে লেখা এই বইটি যেখানে মেয়েটির জীবনের লড়ায়ের কথা রয়েছে। তার বই দুটি প্রকাশ করেন শব্দগল্প প্রকাশনী।

বিদ্যা সিনহা সাহা মীম এর পছন্দ এবং শখ

প্রিয় অভিনেতা অজানা
প্রিয় অভিনেত্রী এঞ্জেলিনা জলি, মাধুরী দীক্ষিত, কাজল, দীপিকা পাডুকোন, সুবর্ণা মুস্তাফা, জয়া আসান
প্রিয় টিভি শো বিগ বস, গেমস অফ থ্রোন্স
প্রিয় খাবার চিকেন, পাস্তা
প্রিয় রং লাল, নীল এবং হলুদ
শখ গান সোনা, বই পড়া, টিভি দেখা

বিদ্যা সিনহা সাহা মীম এর সম্পর্কে কিছু অজানা তথ্য

  • ছোটবেলা থেকে তার মডেলিং এবং অভিনয়ের প্রতি আগ্রহ ছিল।
  • তিনি ১০০ টির বেশি টিভি নাটকে অভিনয় করেছেন।
  • তিনি বাংলাদেশের কালার্স ম্যাগাজিনের কভার পেজে ফিচার হয়েছেন।
  • তিনি অনেক কোম্পানির ব্র্যান্ড এম্বাসেডর হয়েছেন যেমন গ্রামীনফোন, লাক্স, ওয়াল্টন ইত্যাদি।
  • তিনি উনিসেফ বাংলাদেশের ব্র্যান্ড এম্বাসেডর।
  • তিনি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন যেমন গ্রামীনফোনে, আপন ডায়মন্ড জুয়েলার্স ইত্যাদি।
  • তার জন্য তার বাবা ২০২২ এ ‘গর্বিত বাবা অ্যাওয়ার্ড’ পান।
  • তিনি ফিটনেস নিয়ে বেশ সচেতন এবং নিয়মিত শরীরচর্চা করেন।

FAQ

  1. প্রশ্নঃ বিদ্যা সিনহা সাহা মীম কে ?

    উত্তরঃ একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল।

  2. প্রশ্নঃ বিদ্যা সিনহা সাহা মীম কবে জন্মগ্রহণ করেন ?

    উত্তরঃ ১০ নভেম্বর ১৯৯২

  3. প্রশ্নঃ বিদ্যা সিনহা সাহা মীম এর প্রথম সিনেমার নাম কি ?

    উত্তরঃ আমার আছে জল (২০০৮)

  4. প্রশ্নঃ বিদ্যা সিনহা সাহা মীম এর বয়স কত ?

    উত্তরঃ ৩০ বছর (১-১-২০২৩ অনুযায়ী)

  5. প্রশ্নঃ বিদ্যা সিনহা সাহা মীম কি বিবাহিত ?

    উত্তরঃ হ্যাঁ

  6. প্রশ্নঃ বিদ্যা সিনহা সাহা মীম এর স্বামীর নাম কি ?

    উত্তরঃ সনি পোদ্দার

  7. প্রশ্নঃ বিদ্যা সিনহা সাহা মীম কবে বিয়ে করেন ?

    উত্তরঃ ৪ জানুয়ারী ২০২২

আরও পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *