Yojana

কিভাবে E-Shram কার্ডের জন্য Self Registration করবেন 2023|E-Shram Card Self Registration 2023

ই-শ্রম কার্ড রেজিস্ট্রেশন, ই-শ্রম কার্ড সেল্ফ রেজিস্ট্রেশন, ই-শ্রম কার্ড রেজিস্ট্রেশন 2023 (E-Shram Card Registration, E-Shram Card Self Registration, E-Shram Card Registration2023, E-Shram Card Benefit)

দেশের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য ই শ্রম কার্ডের প্রকল্প চালু করে। যেখানে যে কোন ধরনের অসংগঠিত শ্রমিক ই-শ্রম কার্ড তৈরি করতে পারবে এবং এই প্রকল্প থেকে ২ লক্ষ পর্যন্ত বীমার সুবিধার সাথে সাথে আরো অনেক কেন্দ্র সরকারের প্রকল্পের সুবিধা পাবে।

e shram card self registration online

অসংগঠিত শ্রমিকরা এই ই-শ্রম কার্ডের মাধ্যমে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দ্বারা অৰ্থনৈতিক সুবিধা পাবে। তাই কিভাবে আপনারা নিজে E-Shram কার্ডের জন্য Self Registration করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া হলো।

কিভাবে নিজে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করবেন 2023|How to Apply E-Shram Card Self 2022

আপনি ভারতের যেকোনো রাজ্য থাকেন না কেন আপনি খুব সহজেই ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এরজন্য আপনাকে ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট eshram.gov.in এ গিয়ে Self Registration করতে হবে। এরফলে অন্য কাউকে E-shram কার্ড তৈরির জন্য টাকা দিতে হবে না।

ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক থাকা আবশ্যক। তাহলেই আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

ই-শ্রম কার্ড করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন|E-Shram card Documents Required

যখনই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোন প্রকল্প চালু করে সেই প্রকল্পের জন্য আবেদন করতে কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়। ঠিক একইভাবে ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে যে সব ডকুমেন্টের প্রয়োজন তা নিচে দেওয়া হলো –

  • আধার কার্ড
  • মোবাইল নম্বর
  • ব্যাঙ্ক একাউন্ট নম্বর

যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ করা না থাকে হলে আপনি নিজে ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এরজন্য আপনাকে CSC কেন্দ্রে যেখানে আপনি বায়োমেট্রিকের মাধ্যমে আপনার ই-শ্রম কার্ড করতে পারবেন।

ই-শ্রম কার্ডের আবেদন করার পদ্ধতি|E-Shram Card Application Process

  • প্রথমে আপনাকে আপনার মোবাইল অথবা কম্পিউটরে ই-শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট eshram.gov.in খুলতে হবে। আপনি যদি মোবাইল দিয়ে আবেদন করে থাকেন তাহলে আপনার ব্রাউজার কে ডেস্কটপ মোডে করেনিন এরফলে ফর্ম টি ভরতে সুবিধা হবে।
  • এরপরে আপনাকে Register on E-shram অপশনে ক্লিক করতে হবে তারপর মোবাইল নম্বর বসিয়ে send otp তে ক্লিক করতে হবে তারপর আপনার মোবাইল আসা otp দিয়ে log in করতে হবে।
  • এরপর আধার নম্বর বসিয়ে I agree লেখা বক্সে টিক দিয়ে সাবমিট করতে হবে।
  • এরপর আপনার সামনে শ্রম কার্ডের ফর্ম টি যেখানে আপনাকে সঠিক ভাবে আপনার আধার অনুযায়ী ব্যাক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কর্ম দক্ষতা এবং ব্যাঙ্ক একাউন্ট নম্বর ভরতে হবে।
  • তারপর Preview and Declaration অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার মোবাইলে একটি otp আসবে সেই otp বসিয়ে সাবমিট করতে হবে।
  • এবার আপনার সামনে আপনার ই শ্রম কার্ডটি খুলে যাবে এখান থেকে এবার আপনার ই শ্রম কার্ডটি ডাউনলোড করেনিন।

E-Shram কার্ডের জন্য Self Registration করার সুবিধা|E-Shram Card Self Registration Benifit

এখানে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় দ্বারা ই শ্রম কার্ড তৈরী করতে দুটি পদ্ধতি করেছে। আপনার সুবিধা মতো আপনি যেকোনো পদ্ধতিতে ই শ্রম কার্ড করতে পারবেন।

  1. Self Registration
  2. CSC Center

এখানে আমরা যদি ই শ্রম কার্ডের জন্য নিজে আবেদন করার কথা বলি তাহলে আপনাকে এই কার্ড তৈরির জন্য একটাকাও খরচ করতে হবে না। তবে এরজন্য আপনার আধারের সাথে মোবাইল নম্বর লিংক থাকা খুবই জরুরি।

আর আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করা থাকে সেক্ষেত্রে আপনাকে CSC কেন্দ্র থেকে ই শ্রম কার্ড করতে হবে যার জন্য আপনাকে ৩০-৫০ টাকা খরচ হবে।

কিভাবে নিজে ই শ্রম কার্ডের সংশোধন করবেন অনলাইনে | How to Correction E-Shram Card Online

আপনি যদি ই শ্রম কার্ড করে থাকেন এব সেখানে যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকেন তাহলে সেই ভুলকে আপনি খুব সহজেই সংশোধন করতে পারবেন। ওজন আপনাকে ই শ্রম প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অথবা আপনার নিকটবর্তী CSC কেন্দ্রে যেতে হবে।

ই শ্রম কার্ডের আবেদন করার শেষ তারিখ|E-Shram Card Last Date

দেশের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী কোন শেষ তারিখ জারি করেনি শ্রম কার্ড করার জন্য। অর্থাৎ আপনি যেকোন সময়ে আপনার ই শ্রম কার্ড করতে পারবেন।

আরও পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *