ই-শ্রম কার্ডের টাকা কিভাবে চেক করবেন|How to Check E-Shram Card Payments in Bengali
কিভাবে শ্রম কার্ডের টাকা চেক করবেন, শ্রম কার্ডের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে, ই শ্রম কার্ডের টাকা কিভাবে চেক করবেন, ই শ্রম কার্ডের টাকা কবে দেবে, শ্রমিক কার্ডের টাকা দেবে (How to check E -Shram card payment, E -Shram card payment, Check E -Shram card payment status)

শ্রমিক কার্ডের প্রথম কিস্তির 1000 টাকা কিভাবে চেক করবেন। শ্রম দফতর এবং রাজ্য সরকার শ্রমিক কার্ডের প্রথম কিস্তির টাকা সমস্ত শ্রমিকদের একাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে। এখনো এই প্রথম কিস্তির টাকা অনেক শ্রমিকের একাউন্টে আসেনি। আপনারা শ্রম কার্ডের টাকা কিভাবে চেক করবেন এবং যাদের টাকা আসেনি তাদের কবে আসবে শ্রম কার্ডের টাকা।
শ্রমিক কার্ডের টাকা কিভাবে চেক করবেন
গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সমস্ত অসংগঠিত শ্রমিক দের জন্য ই শ্রম কার্ড নিয়ে আসে। এই কার্ডের তরফ থেকে শ্রমিক রা ভবিষ্যতে অনেক রকম সুযোগ সুবিধা পাবেন। যার মধ্যে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাও রয়েছে। যেসব শ্রমিকদের ই শ্রম কার্ড রয়েছে তারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার অধীনে 2 লক্ষ টাকার বীমা কভার পাচ্ছেন। যারা এখনো শ্রমিক কার্ডের জন্য আবেদন করেননি তারা তাড়াতাড়ি শ্রমিক কার্ডের জন্য অনলাইনে আবেদন করুন এই প্রকল্পের সুবিধা পেতে। তবে উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে সমস্ত শ্রমিকদের একাউন্টে 500 টাকা করে মাসিক কিস্তি দেওয়া শুরু করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের ই শ্রম কার্ড হোল্ডার শ্রমিকরা কবে থেকে এই সুবিধা পাবেন তা এখনো জানা যায়নি।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস চেক, পেমেন্টস স্টেটাস চেক
শ্রমিক কার্ডের টাকা কবে ঢুকবে
ইতিমধ্যই উত্তরপ্রদেশ রাজ্য সরকার ডিসেম্বর এবং জানুয়ারী মাসের কিস্তির টাকা একসঙ্গে সমস্ত শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দিয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের ই শ্রম কার্ড ধারকরা কবে থেকে ই শ্রম কার্ডের পেমেন্ট পাবে সে বিষয়ে কোন খবর এখনো জানানো হয়নি।
কিভাবে শ্রমিক কার্ডের টাকা চেক করবেন (How to Check E-Shram Card Payments)
যদিও এখনো পশ্চিমবঙ্গের ই-শ্রম কার্ড হোল্ডারদের একাউন্টে শ্রমিক কার্ডের কিস্তি পাঠানো শুরু হয়নি তবুও জেনে রাখুন কিভাবে শ্রম কার্ডের টাকা চেক করবেন আপনার মোবাইলে। শ্রম কার্ডের টাকা চেক করার জন্য ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কোন রকম অপশন দেওয়া হয়নি যেখান থেকে আপনি দেখতে পারবেন শ্রমিক কার্ডের কিস্তির টাকা ঢুকেছে কি না। তবে অন্য রকম পদ্ধতিতে আপনি খুব সহজেই চেক করতে পারবেন শ্রমিক কার্ডের টাকা। প্রথমত এরজন্য আপনাকে ‘UMANG’ এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। সেখানে সার্চ বক্সে ‘PFMS’ অপশন এ ক্লিক করতে হবে। তারপর এখানে সমস্ত তথ্য ভর্তি করে সাবমিট করতে হবে। এরপর আপনি লেনদেনের সমস্ত তথ্য দেখতে পাবেন।
দ্বিতীয়ত আপনি ই শ্রম কার্ড তৈরি করার সময় যে ব্যাঙ্কের একাউন্ট নম্বর দিয়েছেন সেই ব্যাংকে গিয়েও চেক করতে পারেন আপনার ই শ্রমিক কার্ডের টাকা ঢুকেছে কিনা।
Frequently Asked Questions (FAQs)
প্রশ্নঃ শ্রমিক কার্ডের টাকা কবে ঢুকবে ?
উত্তরঃ সমস্ত শ্রমিকের একাউন্ট ভেরিফাই শেষ হলে টাকা দেওয়া শুরু হবে।
প্রশ্নঃ শ্রমিক কার্ডে মাসে কত টাকা করে দেওয়া হবে ?
উত্তরঃ 500 টাকা