শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় নিয়ে সপ্তম মহিলা এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত

শনিবার ১৫ অক্টোবর মহিলা এশিয়া কাপ 2022-এর ফাইনাল ম্যাচ খেলা হয় ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। ভারতীয় দল এই ফাইনাল ম্যাচ ৮.৩ ওভারে ৮ উইকেটে জিতে নেয়। ভারতীয় ফাস্ট বোলার রেণুকা সিং শ্রীলংকার ৩ খেলোয়াড়কে শিকার করেন। শ্রীলংকাকে আট উইকেটে হারিয়ে মহিলা এশিয়া কাপে তাদের আধিপত্য বজায় রেখে ভারত আট সংস্করণে তাদের সপ্তম শিরোপা জিতেছে।

women Asia cup winner 2022
ছবির উৎস: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুইটার

India vs Sri Lanka Women’s Asia Cup Final: এশিয়ায় নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শনিবার ১৫ অক্টোবর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মহিলা এশিয়া কাপ 2022-এর ফাইনাল ম্যাচ খেলা হয়। ফাইনালে শ্রীলঙ্কা দলকে ৮ উইকেটে বাজেভাবে পরাজিত করেভারতীয় মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ইতিহাসে ৭ম বারের মতো শিরোপা জেতে ভারতীয় মহিলা দল। যেখানে বড় কথা এখন পর্যন্ত এশিয়া কাপের মাত্র ৮টি সিজেন খেলা হয়েছে। অর্থাৎ এক মৌসুম ছাড়া প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। গতবার মাত্র একটি মৌসুম জিতেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

এবার মহিলা এশিয়া কাপের আয়োজক দেশ ছিল বাংলাদেশে এবং ফাইনালসহ সবকটি ম্যাচই অনুষ্ঠিত হয় সিলেটে। শনিবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, যা একেবারেই ভুল প্রমাণিত হয়। শ্রীলঙ্কা দলের কেউই ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি। ভারতের বোলিং আক্রমণে শ্রীলংকার ব্যাটসম্যানরা খুবই বিপর্যয়ে পড়ে। শ্রীলঙ্কা ৯ রানে দুই উইকেট হারায় এবং দুজনেই রান আউট হয়। অর্থাৎ ভারতীয় ফিল্ডিংও শ্রীলঙ্কা দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। এরপর ৩ জন খেলোয়াড়কে শিকার করে শ্রীলঙ্কা দলকে পুরোপুরি হাঁটুর উপর ভর করে ফেলেন ফাস্ট বোলার রেণুকা সিং। বাকি কাজটি করেছেন স্পিনার রাজেশ্বরী গায়কওয়াড় ও স্নেহ রানা। দুজনেই ২ করে উইকেট নেন নিজেদের নামে। দুই অঙ্ক ছুঁতে পারেননি শ্রীলঙ্কা দলের ৯ জন ব্যাটসম্যান।

এভাবে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা দল। শ্রীলংকার হয়ে এতে রানভীরা ১৮ ও ওশাদি রণসিংহে ১৩ রান করেন। এর বাইরে শ্রীলঙ্কা দলের বাকি ৯ ব্যাটার দশের উপরে উঠতে পারেননি। ৬৬ রানের টার্গেটের জবাবে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। ভারতের স্মৃতি মান্ধানা ঝড়ো ইনিংস খেলে দ্রুত ফিফটি করেন।

টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের শুরুটা খুব ভালো ছিল কিন্তু ৩৫ রানে এসে দুই উইকেট হারায়। শেফালি ভার্মা ৫ ও জেমিমা রদ্রিগেস ২ রান করে আউট হয়ে যান। কিন্তু স্মৃতি মান্ধানা অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে ইনিংস সামলেছেন এবং ম্যাচ জিতে ফিরেছেন। মন্ধনা ২৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন। যেখানে হারমান ১৪ বলে ১১ রান করেন। তার ইনিংসের সুবাদে ভারত ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান করে এবং ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *