কার্তিক আরিয়ানের জীবনী|Kartik Aaryan Biography in Bengali
কার্তিক আরিয়ানের জীবনী, কার্তিক আরিয়ানের জীবন পরিচয়, কার্তিক আরিয়ানের জীবন কাহিনী, পরিবার, বাবা, মা, ভাই, বোন, জন্ম, পড়াশুনা, প্রেমিকা, বয়স, পেশা, অভিনয়, নতুন সিনেমা, পরবর্তী সিনেমা (Kartik Aaryan Biography in Bengali, Kartik Aaryan Biography, Family, Father, Mother, Brother, Sister, Birth, Education, Girlfriend, Age, Occupation, Acting, New Movie, Upcoming Cinema).

কার্তিক আরিয়ান একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা যিনি প্রধানত হিন্দি সিনেমাতে অভিনয় করেন। সিনেমা জগতের সাথে তার কোন সম্পর্ক না থাকা সত্বেও তিনি সিনেমাতে এসে তার অভিনয় দিয়ে নিজের জায়গা করে নিয়েছেন। বর্তমানে তার মহিলা ভক্তের সংখ্যা অনেক। এই নিবন্ধে আমরা কার্তিক আরিয়ানের জীবনের সমস্ত তথ্য আলোচনা করেছি তো জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
কার্তিক আরিয়ানের জীবন পরিচয় (Kartik Aaryan Wiki Bio in Bengali)
আসল নাম | কার্তিক তিওয়ারি |
স্ক্রিন নাম | কার্তিক আরিয়ান |
ডাকনাম | কোকি, গুড্ডু |
পেশা | অভিনয় |
বয়স (1-1-2023 অনুযায়ী) | 32 বছর |
নাগরিকত্ব | ভারতীয় |
জন্ম তারিখ | 22 নভেম্বর 1990 |
রাশি | বৃশ্চিক |
জন্মস্থান | গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত |
হোমটাউন | গোয়ালিয়র, মধ্যপ্রদেশ, ভারত |
স্কুল | কিডিস স্কুল, গোয়ালিয়র সেন্ট পলস স্কুল, গোয়ালিয়র |
কলেজ | ডি ওয়াই পাটিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, নাভি মুম্বাই |
শিক্ষাগত যোগ্যতা | বিয়োটেকনোলোজিতে বিটেক ডিগ্রি |
ভাষা | হিন্দি, ইংরেজি |
ধর্ম | হিন্দু |
জাতি | ব্রাহ্মণ |
প্রথম সিনেমা | প্যার কা পঞ্চনামা (2011) |
পরিবার | বাবা - ডাঃ মনীশ তিওয়ারি মা - ডাঃ মালা তিওয়ারি ভাই - না বোন - ডাঃ কৃতিকা তিওয়ারি |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
কার্তিক আরিয়ানের জন্ম এবং পরিবারের তথ্য
কার্তিক আরিয়ান 1990 সালে 22 নভেম্বর ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়র শহরে একটি হিন্দু পরিবারে কার্তিক তিওয়ারি নামে জন্মগ্রহণ করেন। তার বাবা ডাঃ মনীশ তিওয়ারি একজন শিশুরোগ বিশেষজ্ঞ এবং তার মা ডাঃ মালা তিওয়ারি গাইনোকোলজিস্ট। এছাড়াও তার একটি ছোট বোন রয়েছে যার নাম কৃতিকা তিওয়ারি যিনিও পেশায় একজন ডাক্তার।
কার্তিক আরিয়ানের পড়াশুনা এবং প্রাথমিক জীবন
কার্তিক আরিয়ান মধ্যপ্রদশের গোয়ালিয়র থেকে তার স্কুলের পড়াশুনা শেষ করে নাভি মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (D. Y. Patil College of Engineering) থেকে বায়োটেকনোলজি নিয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাশ করেন। কলেজে পড়ার সময় থেকে তিনি সিনেমাতে ক্যারিয়ার গড়ার কথা ভাবতেন এবং মডেলিং শুরু করেন। একটি ইন্টারভিউতে তিনি বলেন তিনি ক্লাস মিস করে 2 ঘন্টা ট্রাভেল করে অডিশনে অংশ নিতেন। তিন বছর সিনেমার জন্য অডিশন দিয়ে ব্যার্থ হওয়ার পর তিনি ক্রিয়েটিং ক্যারেক্টার্স ইনস্টিটিউট থেকে একটি অভিনয় কোর্স করেন। প্রথম সিনেমাতে সাইন করার পর তিনি তার বাবা মা কে তার একজন অভিনেতা হওয়ার ইচ্ছার কথা জানান।
কার্তিক আরিয়ানের শারীরিক বিবরণ
ওজন | 65 কেজি |
উচ্চতা | 5 ফুট 11 ইঞ্চি |
শারীরিক পরিমাপ (আনুমানিক) | চেস্ট - 40 কোমর - 32 বাইসেপ - 16 |
চোখের রং | বাদামি |
চুলের রং | কালো |
কার্তিক আরিয়ানের অভিনয় জীবন (Kartik Aaryan Acting Career)
কার্তিক আরিয়ান 2011 সালে ‘প্যার কা পঞ্চনামা’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করেছিল। এই সিনেমাতে তিনি দিব্যেন্দু শর্মা এবং নুসরাত ভারুচার সাথে অভিনয় করেন। 2015 সালে তিনি ‘প্যার কা পঞ্চনামা 2’ সিনেমাতে অভিনয় করেন। এই সিনেমাটি বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করেছিল। এই দুটি সিনেমায় পরিচালনা করেন লাভ রঞ্জন।
2018 সালে তিনি পরিচালক লাভ রঞ্জন এবং অভিনেত্রী নুসরাত ভারুচার সাথে চতুর্থ বার কাজ করেন ‘সনু কে টিট্টু কি সুইটি’ সিনেমায়। সিনেমাটি বক্স অফিসে খুবই সফল হয়েছিল এবং 150 কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। এই সিনেমাটি তার অভিনয় ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে যাই।
2019 সালে তিনি ‘লুকা চুপি’ সিনেমাতে কৃতি স্যাননের সাথে অভিনয় করেন এবং এই সিনেমাটিও বক্স অফিসে 120 কোটি টাকার বেশি ব্যবসা করে। এই একই বছর তিনি আরো একটি সিনেমা ‘পতি পত্নী অর ওহ’ তে অভিনয় করেন ভূমি পেডনেকর এবং অনন্যা পান্ডের সাথে। তার এই সিনেমাটিও বক্স অফিসে 100 কোটি টাকার বেশি ব্যবসা করে।
2020 সালে তিনি ইমতিয়াজ আলীর পরিচালনায় সারা আলী খানের সাথে ‘লাভ আজ কাল’ সিনেমাতে অভিনয় করেন। তবে তার এই সিনেমাটি বক্স অফিসে একদমই ব্যবসা করতে পারেনি।
2022 সালে তিনি আনিস বাজমীর পরিচালয়নায় কিয়ারা আদভানির সাথে ‘ভুল ভুলাইয়া 2’ সিনেমাতে অভিনয় করেন। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন তাবু, রাজপাল যাদব, রাজেশ শর্মা এবং আরো অনেকে। সিনেমাটি 2020 সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও কোভিড 19 পেন্ডামিকের জন্য পোস্টপন্ড হয়ে যাই। সিনেমাটি বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করে এবং 250 কোটি টাকার বেশি ইনকাম করে।
2023 সালে তিনি রোহিত ধাওয়ানের পরিচালনায় কৃতি স্যাননের সাথে ‘শেহ্জাদা’ সিনেমাতে অভিনয় করেন। এই সিনেমাতে তিনি পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, রাজপাল যাদব, রনিত রায়ের সাথে অভিনয় করেন। তবে এই সিনেমাটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।
এছাড়াও তিনি আরো অনেক সিনেমায় অভিনয় করেছেন। নিচে তার সমস্ত সিনেমার নাম দেওয়া হলো:
কার্তিক আরিয়ানের সিনেমার তালিকা (Kartik Aaryan Movie List)
সাল (Year) | সিনেমা (Film) |
---|---|
2011 | প্যার কা পঞ্চনামা (প্রথম সিনেমা) |
2013 | আকাশ বাণী |
2014 | কাঞ্চি: দ্য আনব্রেকেবেল |
2015 | প্যার কা পঞ্চনামা 2 |
2016 | সিলভাট (শর্ট ফিল্ম) |
2017 | গেস্ট ইন লন্ডন |
2018 | সনু কে টিট্টু কি সুইটি |
2019 | লুকা চুপি |
2019 | পতি পত্নী অর ওহ |
2020 | লাভ আজ কাল |
2021 | ধামাকা |
2022 | ভুল ভুলাইয়া 2 |
2022 | ফ্রেডি |
2023 | শেহ্জাদা |
2023 | তু ঝুঠি মে মক্কার (অতিথি শিল্পী) |
কার্তিক আরিয়ানের নতুন/পরবর্তী সিনেমা (Kartik Aaryan New/Upcoming Movie)
সত্যপ্রেম কি কথা – এই সিনরমাটিতে তিনি কিয়ারা আদভানির সাথে অভিনয় করবেন এবং সিনেমাটি 2023 সালের 29 জুন মুক্তি পাবে।
আশিকি 3
ভুল ভুলাইয়া 3 – সিনেমাটি 2024 সালের দিওয়ালি তে মুক্তি পাবে।
কার্তিক আরিয়ানের অ্যাওয়ার্ড (Kartik Aaryan Award)
সাল (Year) | অ্যাওয়ার্ড (Award) | বিভাগ (Category) | কাজ (Work) |
---|---|---|---|
2015 | স্টারডাস্ট অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা ইন এ কমিক রোল | প্যার কা পঞ্চনামা 2 |
2016 | বিগ ষ্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড | মোস্ট এন্টারটেইনিং এনসেম্বল কাস্ট | প্যার কা পঞ্চনামা 2 |
2018 | দাদাসাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড | এন্টারটেইনার অফ দ্য ইয়ার | সনু কে টিট্টু কি সুইটি |
2018 | মাসালা অ্যাওয়ার্ড 2018 | সেরা অভিনেতা | সনু কে টিট্টু কি সুইটি |
2018 | পেটা ইন্ডিয়া অ্যাওয়ার্ড | হটেস্ট ভেজেটেরিয়ান সেলিব্রিটি | - |
2018 | লোকমাত স্টাইলিশ অ্যাওয়ার্ড | ইয়ুথ আইকন অফ দ্য ইয়ার | - |
2019 | ব্র্যান্ড ভিশন অ্যাওয়ার্ড | এন্টারটেইনার অফ দ্য ইয়ার | সনু কে টিট্টু কি সুইটি |
2019 | জী সিনে অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | সনু কে টিট্টু কি সুইটি |
2019 | হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড | মোস্ট স্টাইলিশ ইয়ুথ আইকন | - |
2019 | ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল আওয়ার্ড | হটস্টেপার অফ দ্য ইয়ার - পুরুষ | - |
2019 | নিকেলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডস, ভারত | এন্টারটেইনার অফ দ্য ইয়ার | - |
2020 | জী সিনে অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা ইন এ কমিক রোল | পতি পত্নী অর ওহ |
2020 | বলিউডলাইফ.কম অ্যাওয়ার্ড | সেলফি স্টার | - |
2020 | ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড | হার্টথ্রোব অফ দ্য ইয়ার | - |
2022 | আইকনিক গোল্ড অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা (ক্রিটিক্স চয়েস) | ধামাকা |
2022 | বলিউডলাইফ.কম অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা - হিন্দি মুভি (ওটিটি) | ধামাকা |
2022 | হ্যালো! হল অফ ফেম অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | ধামাকা |
2022 | IWMBuzz ডিজিটাল অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা (ডিজিটাল ফিল্ম) | ধামাকা |
2022 | গ্রাজিয়া মিলেননিয়াল অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | ধামাকা |
2022 | হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড | ইন্ডিয়া'স মোস্ট স্টাইলিশ(পুরুষ) | - |
2022 | পিঙ্কভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড | সুপার স্টাইলিশ অভিনেতা | |
2022 | ওটিটি প্লে অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | ধামাকা |
2022 | লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ড | ব্লকবাস্টার ধামাকাদার অভিনেতা অফ দ্য ইয়ার | ভুল ভুলাইয়া 2 |
2022 | ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড | সুপারস্টার অফ দ্য ইয়ার | - |
2023 | স্টারডাস্ট অ্যাওয়ার্ড | বছরের সেরা অভিনেতা | ভুল ভুলাইয়া 2 |
2023 | জী সিনে অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | ভুল ভুলাইয়া 2 |
2023 | বলিউডলাইফ.কম অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | ভুল ভুলাইয়া 2 |
2023 | সোশ্যাল মিডিয়া কিং | - | |
2023 | বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যাওয়ার্ড | মোস্ট স্টাইলিশ লিডিং স্টার - পুরুষ | - |
2023 | পিঙ্কভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড | সুপার স্টাইলিশ এন্টারটেইনার অফ দ্য ইয়ার | - |
কার্তিক আরিয়ানের ব্যাক্তিগত জীবন, প্রেমিকা এবং বিয়ে
বর্তমানে কার্তিক আরিয়ান অবিবাহিত তবে তার অনেকের সাথে সম্পর্কে থাকার গুজব রয়েছে সময়ে সময়ে। তার যাদের সাথে সম্পর্কে থাকার গুজব ছিল তাদের নাম হলো:
- নুসরাত ভারুচা
- ফাতিমা সানা সেখ
- ডিম্পল শর্মা
- অন্যন্যা পান্ডে
- সারা আলী খান
কার্তিক আরিয়ানের পছন্দ এবং শখ
প্রিয় অভিনেতা | অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রণবীর কাপুর |
প্রিয় অভিনেত্রী | দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট |
প্রিয় সিনেমা | রকস্টার, দিল্লী বিল্লি, গ্যাংস অফ ওয়াসেপুর, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি |
প্রিয় পরিচালক | সঞ্জয় লীলা বানসালি, করণ জহর, অনুরাগ বসু |
প্রিয় ব্র্যান্ড | আড্ডিডস, জারা |
প্রিয় রং | সাদা, কালো এবং নীল |
প্রিয় খাবার | ছোলে ভাটুরে, পাও ভাজি, গুলাব জামন, গাজরের হালুয়া |
প্রিয় গন্তব্য | কানাডা, লন্ডন, কলকাতা |
শখ | ভিডিও গেম খেলা, ফোটোগ্রাফি, লেখালেখি, ফুটবল এবং টেনিস খেলা দেখা |
কার্তিক আরিয়ানের পারিশ্রমিক এবং মোট সম্পত্তি
কার্তিক আরিয়ান সিনেমা প্রতি 4-5 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি প্রধানত অভিনয়, বিজ্ঞাপন এবং ব্র্যান্ড প্রমোশন থেকে ইনকাম করে থাকেন। তার মোট সম্পত্তির পরিমান আনুমানিক 25 কোটি টাকা। তার কাছে একটি করে BMW 5 সিরিজ, Lamborghini Urus (2021 Model) এবং Mc Laren GT গাড়ি রয়েছে।
কার্তিক আরিয়ানের সম্পর্কে মজাদার তথ্য (Interesting Facts About Kartik Aaryan)
- দশম শ্রেণীতে পড়ার সময় থেকে তিনি মনে মনে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন।
- পরিচালক লাভ রঞ্জন তাকে প্রথমে ফেসবুকে দেখেন তারপর তাকে ‘প্যার কা পঞ্চনামা’ সিনেমাতে কাস্ট করেন।
- তার প্রথম সিনেমা মুক্তি পাওয়ার পর তিনি তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রী শেষ করেন।
- তার প্রথম সিনেমার শুটিং এর সময় তিনি মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় 12 জন রুমমেটের সাথে একটি 2Bhk ফ্লাটে ভাড়া থাকতেন।
- অভিনয় ছাড়াও তিনি বেশ কয়েকটি মডেলিং এসাইনমেন্ট করেন।
- তিনি শাহরুখ খানের খুবই বড় ভক্ত এবং তাকে তিনি তার অভিনয়ের অনুপ্রেরণা মনে করেন।
- 2014 সালে তার সিনেমা কাঞ্চি মুক্তি পাওয়ার আগে তিনি তার নাম পরিবর্তন করে কার্তিক আরিয়ান করেন।
- তিনি একজন নিরামিষ ভোজী।
- ভুল ভুলাইয়া 2 সিনেমার সাফল্যের পর সিনেমার প্রোডিউসার ভূষণ কুমার তাকে একটি Mc Laren GT গাড়ি উপহার দেন। যার মূল্য 4.71 কোটি টাকা।
FAQ
প্রশ্নঃ কার্তিক আরিয়ান কে?
উত্তরঃ একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি সিনেমাতে অভিনয় করেন।
প্রশ্নঃ কার্তিক আরিয়ান কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ 22 নভেম্বর 1990
প্রশ্নঃ কার্তিক আরিয়ানের প্রথম সিনেমার নাম কি?
উত্তরঃ প্যার কা পঞ্চনামা (2011)
প্রশ্নঃ কার্তিক আরিয়ানের বাবা মা পেশায় কি করেন?
উত্তরঃ দুজনেই ডাক্তার
প্রশ্নঃ কার্তিক আরিয়ানের বয়স কত ?
উত্তরঃ 32 বছর (1-1-2023 অনুযায়ী)