লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 2023: আবেদন করার পদ্ধতি, সুবিধা এবং স্টেটাস চেক |Lakshmi Bhandar Scheme Application Form & Status Check
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করার পদ্ধতি, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস চেক (Lakshmir Bhandar Yojana, WB Lakshmir Bhandar Yojana, How to apply Lakshmir Bhandar, Lakshmir Bhandar Yojana benefits, Lakshmir Bhandar status check).

পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে সাহায্যের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। পশ্চিমবঙ্গের কর্মহীন মহিলারা যাতে সাবলীল হতে পারে সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পে সরকার SC/ST, জেনারেল ক্যাটাগরি হিসাবে টাকা দেবেন। এই প্রকল্পে SC/ST মহিলারা পাবেন 1000 টাকা এবং জেনারেল মহিলারা পাবেন 500 টাকা করে প্রতি মাসে। এই প্রবন্ধে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যেমন কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এই ধরনের সমস্ত কিছু শেয়ার করেছি।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হাইলাইট তথ্য (Lakshmir Bhandar Yojana Highlight)
প্রকল্পের নাম | লক্ষ্মীর ভান্ডার |
প্রকল্পটি কে চালু করেন | পশ্চিমবঙ্গ সরকার |
প্রকল্পটি কবে চালু হয় | 30 জুলাই 2021 |
প্রকল্পের উদ্দেশ্য | মহিলাদের আর্থিকভাবে সাহায্য করা |
প্রকল্পের সুবিধাভোগী | 25 থেকে 60 বছরের মহিলারা |
প্রকল্পের সুবিধা | SC/ST মহিলারা প্রতি মাসে 1000 টাকা পাবেন জেনারেল মহিলারা প্রতি মাসে 500 টাকা পাবেন |
প্রকল্পের আবেদন পদ্ধতি | অফলাইন |
অফিসিয়াল ওয়েবসাইট | socialsecurity.wb.gov.in |
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি ? (What is Lakshmir Bhandar Yojana)
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সমস্ত পরিবারের মহিলা সদস্যদের মাসিক ভাবে আর্থিক সাহায্যের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করেন 2021 সালের 30 জুলাই। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে উন্নতি করা। এই প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা তাদের জাতিগত ক্যাটাগরি অনুযায়ী টাকা পাবেন। SC/ST মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং জেনারেল মহিলারা প্রতি মাসে 500 টাকা করে পাবেন এই প্রকল্পের মাধ্যমে। সমস্ত মহিলারা এই প্রকল্পের টাকা সরাসরি পেয়ে যাবে তাদের ব্যাঙ্ক একাউন্টে
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য করা আবেদন করতে পারবেন
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য করা আবেদন করতে পারবে এবং করা পারবে না তার সমস্ত তথ্য নিচে দেওয়া হলো:
- শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন।
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারী কেন্দ্র/রাজ্য সরকারে স্থায়ী এবং মাসিক বেতন ভুক্ত অথবা পেনসিয়ন ভুক্ত কর্মচারীরা আবেদন করতে পারবেন না।
- দৈনিক কর্মী, আশা এবং আইসিডিএস এর মতো অস্থায়ী কর্মীরা আবেদন করতে পারবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে
- আধার কার্ড
- স্বাস্থ্যসাথী কার্ড
- SC/ST কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে)
- পাসপোর্ট মাপের রঙিন ফটো
- খাদ্য কার্ড
- ভোটার কার্ড
- বয়সের প্রমান পত্র
- মোবাইল নম্বর
- ব্যাঙ্ক একাউন্টের তথ্য (শুধুমাত্র সিঙ্গেল একাউন্ট প্রযোজ্য)
সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপিতে নিজের সাক্ষর দিয়ে সেল্ফ এটাস্টেড করতে হবে।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন (How to apply Lakshmir Bhandar)
বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে অনলাইন কোনো পদ্ধতি নেই শুধুমাত্র অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। সমস্ত সুবিধাভোগী মহিলারা আপনার অঞ্চলে আগত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সুবিধাভোগী মহিলারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম ফ্রীতেই পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। এই দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গের প্রত্যেক অঞ্চল অথবা পৌরসভায় কয়েকমাস বাদে বাদেই বসে। এছাড়াও আপনি চাইলে আপনার ব্লকে/বিডিও অফিসে গিয়েও বছরের যে কোন সময় আবেদন করতে পারেন।
কিভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস চেক করবেন (How to check Lakshmir Bhandar status)
দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার 10-15 দিনের মধ্যে আপনি যে মোবাইল নম্বর দিয়েছেন আবেদন পত্রে সেই নম্বরে এসএমএস আসবে আপনার আবেদনটি সফল হলে। এসএমএস-এ আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নম্বরটি পাবেন। যদি আপনার মোবাইল নম্বরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুটি এসএমএস আসে তাহলেই আপনার আবেদনটি সফল হয়েছে। এইভাবেই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্টেটাস জানতে পারবেন। তবে অনেকেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর কোন এসএমএস আসছেনা, সেক্ষেত্রে তারা যাদের সাথে আবদেন করেছিল তাদের যখন মাসিক কিস্তি ব্যাঙ্ক একাউন্টে ঢুকবে তখন আপনিও আপনার ব্যাঙ্ক একাউন্ট চেক করুন। যদি আপনার একাউন্টে টাকা ঢুকে থাকে তাহলে আপনার আবেদনটিও সফল হয়েছে আর যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনার আবেদনটি সফল হয়নি এবং পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আবারো আবেদন করুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য।
কিভাবে চেক করবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকছে (How to check Lakshmir Bhandar Payments)
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার সময় আপনি আবেদন পত্রে যে ব্যাঙ্ক ডিটেইলস দিয়েছিলেন সেই ব্যাঙ্ক এ গিয়ে আপনার পাসবুকটি আপডেট করলে দেখতে পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকেছে কিনা। এছাড়াও বাড়িতে বসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা চেক করতে আপনার ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ থেকে পাসবুক দেখুন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ লিংক (Lakshmir Bhandar yojana important link)
প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট | socialsecurity.wb.gov.in |
প্রকল্পের বিজ্ঞপ্তি | ক্লিক করুন |
লক্ষ্মীর ভান্ডার ফর্ম | ডাউনলোড করুন |
স্টেটাস চেক | ক্লিক করুন |
পেমেন্টস চেক | ক্লিক করুন |
FAQ
-
প্রশ্নঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কি স্বাস্থ্যসাথী কার্ড আবশ্যক ?
উত্তরঃ হ্যাঁ কারণ স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া আবেদন করলে আবেদনটি রিজেক্ট হয়ে যাচ্ছে।
-
প্রশ্নঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কি জয়েন্ট একাউন্ট দিতে পারি ?
উত্তরঃ না
-
প্রশ্নঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার পর এসএমএস না এলে আবেদনটি কি বাতিল হয়েগেছে ?
উত্তরঃ না, অনেকেরই আবেদন করার পর এসএমএস আসছে না তবে তারাও প্রকল্পের মাসিক কিস্তি পাচ্ছে।
-
প্রশ্নঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর কটি এসএমএস আসে ?
উত্তরঃ দুটি এসএমএস আসে।
-
প্রশ্নঃ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার পর এসএমএস না এলে কি করবো ?
উত্তরঃ অপেক্ষা করুন, আপনার সাথে সেই সময় যারা আবেদন করেছিল এবং যাদের এসএমএস এসেছিলো তাদের এই প্রকল্পের মাসিক কিস্তি ঢুকলে আপনিও আপনার ব্যাঙ্ক একাউন্টটি চেক করুন যদি টাকা না ঢোকে তাহলে পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আবারো আবেদন করুন।