Biography

মাহিয়া মাহির জীবনী | Mahiya Mahi Biography in Bengali

মাহিয়া মাহি জীবনী, মাহিয়া মাহির জীবন পরিচয়, মাহিয়া মাহির জীবন কাহিনী, পরিবার, বাবা, মা, ভাই, বোন, প্রেমিক, বয়স, পেশা, পড়াশুনা, বিয়ে, স্বামী, সন্তান, মডেল, অভিনেত্রী, নতুন সিনেমা, পরবর্তী সিনেমা (Mahiya Mahi Biography in Bengali, Mahiya Mahi Biography, Family, Father, Mother, Brother, Sister, Boyfriend, Age, Occupation, Education, Marriage, Husband, Children, Model, New Movie, Upcoming Cinema).

Mahiya Mahi Biography in Bengali
ছবির উৎস : মাহিয়া মাহি ইনস্টাগ্রাম

মাহিয়া মাহি একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। 2012 সালে ভালোবাসার রং সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন এবং অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেন। শুধু বাংলাদেশের সিনেমাতেই নয় তিনি ভারতীয় সিনেমাতেও কাজ করেছেন ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায়। এই নিবন্ধে আমরা মাহিয়া মাহির জীবনের সমস্ত তথ্য এবং তার জীবনের কিছু অজানা তথ্য শেয়ার করেছি।

মাহিয়া মাহির জীবন পরিচয় (Mahiya Mahi wiki bio in bengali)

আসল নাম মাহিয়া শারমিন আক্তার নিপা
স্ক্রিন নাম মাহিয়া মাহি
ডাকনাম মাহি
পেশা অভিনয়
বয়স (1-1-2023 অনুযায়ী)29 বছর
নাগরিকত্ব বাংলাদেশী
জন্ম তারিখ 27 অক্টোবর 1993
জন্মস্থান রাজশাহী, বাংলাদেশ
হোমটাউন ঢাকা, বাংলাদেশ
বাবা আবু বক্কর খোকন
মা দিলারা ইয়াসমিন সবি
স্কুল উত্তরা হাই স্কুল, ঢাকা
ঢাকা সিটি কলেজ, ঢাকা
কলেজ/ইউনিভার্সিটি শান্ত-মরিয়ম উনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা ফ্যাশন ডিজানিং নিয়ে স্নাতক
ভাষা বাংলা
ধর্ম ইসলাম
রাশি বৃশ্চিক
প্রথম সিনেমা ভালোবাসার রং (2012)
বৈবাহিক অবস্থা বিবাহিত
বিয়ের তারিখ 25 মে 2016 (প্রথম বিয়ে)
13 সেপ্টেম্বর 2021 (দ্বিতীয় বিয়ে)
স্বামী মাহমুদ পারভেজ অপু (2016 - 2021)
রাকিব সরকার (2021 - বর্তমান)
সন্তান না

মাহিয়া মাহির জন্ম এবং পরিবারের তথ্য (Mahiya Mahi birth and family details)

মাহিয়া মাহি 1993 সালে 27 অক্টোবর বাংলাদেশের রাজশাহীতে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মাহিয়া শারমিন আক্তার নিপা নামে জন্ম গ্রহণ করার পর পরবর্তী সময়ে সিনেমা জগতে এসে মাহিয়া মাহি নাম জনপ্রিয় হয়ে ওঠে। তার বাবা আবু বক্কর খোকন এবং মা দিলারা ইয়াসমিন সবি।

মাহিয়া মাহির পড়াশুনা (Mahiya Mahi Education)

তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা হাই স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর তিনি ঢাকার ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি (HSC) পাশ করেন খুব ভালো ফল করে। এরপর তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মরিয়ম উনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে ফ্যাশন ডিজানিং নিয়ে স্নাতক পাশ করেন।

মাহিয়া মাহির শারীরিক বিবরণ (Mahiya Mahi physical information)

ওজন 55 কেজি
উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি
শারীরিক পরিমাপ (আনুমানিক)32-28-32
চোখের রং বাদামি
চুলের রং কালো

মাহিয়া মাহির ব্যাক্তিগত জীবন, প্রেমিক এবং বিয়ে (Mahiya Mahi personal life, boyfriend and marriage)

মাহিয়া মাহি অনেকের সাথে সম্পর্কে জড়িয়েছেন। অভিনেতা সাইমন সাদিকের সাথে তার প্রেমের সম্পৰ্ক ছিল।

2016 সালের মে মাসে তিনি সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু কে বিয়ে করেন। বিয়ের 5 বছর পর কিছু কারনের জন্য 2021 এ তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাই।

13 সেপ্টেম্বর 2021 -এ তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং পলিটিশিয়ান রাকিব সরকারের সাথে দ্বিতীয় বার বিয়ে করেন।

মাহিয়া মাহির ক্যারিয়ার (Mahiya Mahi career)

2012 সালে মাহিয়া মাহি ভালোবাসার রং ছবি দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন। সিনেমাটি বক্স অফিসে খুবই সফল হয়েছিল।

2013 সালে তার 4 টে ছবি মুক্তি পাই তার মধ্যে অন্যতম সফল ছবি ভালোবাসা আজ কাল-এ তিনি প্রথমবার বাংলাদেশের অন্যতম সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিসে সফল হওয়ার সাথে সাথে তার এবং শাকিব খানের এই জুটিকে দর্শক খুবই পছন্দ করে। ছবিটিতে তার অভিনয় মানুষের মন জিতে নেই।

2014 সালে তিনি আরিফিন শুভর বিপরীতে অগ্নী ছবিতে অভিনয় করেন। মহিলা কেন্দ্রিক এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি বক্স অফিসে সফল হয়েছিল এবং তার অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও পান।

2015 সালে তিনি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত রোমিও বনাম জুলিয়েট সিনেমাতে ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করেন। এই বছরে তিনি আরো একটি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা অগ্নী 2 তে অভিনয় করেন আরেক জনপ্রিয় ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা ওম এর বিপরীতে।

2017 সালে তিনি ঢাকা অ্যাটাক সিনেমাতে অভিনয় করেন যেখানে তার সাথে আরিফিন শুভ, এবিএম সুমন এবং তাসকিন রহমান প্রধান চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিসে সফল হওয়ার সাথে সাথে বাংলাদেশের ৪২তম ন্যাশনাল ফিল্ম আওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জেতে।

2018 তে তিনি আরো একবার ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা তুই শুধু আমার – এতে অভিনয় করেন দুই জন জনপ্রিয় ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা সোহম এবং ওমের সঙ্গে।

এছাড়াও তিনি অনেক বাংলাদেশী সিনেমাতে অভিনয় করেছেন। সিনেমার সাথে সাথে তিনি অনেক শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। নিচে তার সমস্ত সিনেমার নাম দেওয়া হলো:

মাহিয়া মাহির সিনেমার তালিকা (Mahiya Mahi movie list)

সাল (Year)সিনেমা (Film)
2012ভালোবাসার রং (প্রথম সিনেমা)



2013
অন্যরকম ভালোবাসা
পোড়ামন
ভালোবাসা আজ কাল
তবুও ভালোবাসি





2014
কি দারুন দেখতে
অগ্নী
দবির সাহেবের সংসার
হনিমুন
অনেক সাধের ময়না
দেশা: দা লিডার



2015
রোমিও বনাম জুলিয়েট
বিগ ব্রাদার
ওয়ারনিং
অগ্নী 2

2016
কৃষ্ণপক্ষ
অনেক দামে কেনা
2017ঢাকা অ্যাটাক




2018
পলকে পলকে তোমাকে চাই
জান্নাত
মনে রেখো
পবিত্র ভালোবাসা
তুই শুধু আমার


2019
অন্ধকার জগৎ
অবতার
জীবন থেকে পাওয়া (শর্ট ফিল্ম)

2020
নবাব এলএলবি
অক্সিজেন (শর্ট ফিল্ম)
2021এইডা কপাল (শর্ট ফিল্ম)


2022
আশীর্বাদ
লাইভ
যাও পাখি বলো তারে
2023বুবুজান

মাহিয়া মাহির নতুন/পরবর্তী সিনেমা (Mahiya Mahi new/upcoming movie)

  • আনন্দ অশ্রু
  • গ্যাংস্টার
  • নরসুন্দরী
  • আর্তনাদ
  • স্বপ্নবাজি
  • ব্লাড

মাহিয়া মাহির ওয়েব সিরিজের তালিকা (Mahiya Mahi web series list)

সাল (Year)ওয়েব সিরিজ (Web Series)ওটিটি (OTT)
2021মরীচিকা চরকি
2022ড্রাইভারবায়োস্কোপ

মাহিয়া মাহির অ্যাওয়ার্ড (Mahiya Mahi award)

সাল (Year)পুরস্কার (Award)বিভাগ (Category)কাজ (Work)
2013বাংলাদেশ চলচিত্র সংবাদিক সমিতি অ্যাওয়ার্ডস সেরা চলচিত্র অভিনেত্রী ভালোবাসা আজ কাল
2014মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডস সেরা চলচিত্র অভিনেত্রী অগ্নী
2022আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ড সেরা চলচিত্র অভিনেত্রী-

মাহিয়া মাহিকে নিয়ে বিতর্ক (Mahiya Mahi controversy)

তার বিয়ের পর তার প্রাক্তন বন্ধু শাহরিয়ার ইসলাম সাওন তার সাথে মাহিয়া মাহির কিছু ব্যাক্তিগত ছবি ফেসবুকে আপলোড করেন এবং দাবি করেন 2015 সালে তিনি মাহিয়া মাহিকে বিয়ে করেন কিন্তু মাহিয়া এই দাবি অস্বীকার করেন। ফেসবুকে তার ব্যাক্তিগত ফটো আপলোড করার জন্য তিনি আইসিটি আইনে শাহরিয়ার ইসলাম সাওনের বিরুদ্ধে মামলা করেন।

মাহিয়া মাহির পছন্দ এবং শখ (Mahiya Mahi likes and hobbies)

প্রিয় অভিনেতা অজানা
প্রিয় অভিনেত্রী অজানা
প্রিয় খাবার ফ্রেঞ্চ ফ্রাই, মাশরুম
প্রিয় রেস্টুরেন্ট কোরিয়ান
প্রিয় রং লাল এবং গোলাপি
শখ ঘোরাঘুরি
প্রিয় ঘোরার জায়গা মক্সিকো

মাহিয়া মাহির সম্পর্কে কিছু অজানা তথ্য (Unknown facts about Mahiya Mahi)

  • ছোট থেকে তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন।
  • ছোটবেলায় তিনি একজন ডাক্তার হতে চেয়েছিলেন।
  • তাকে বাংলাদেশের সব মিডিয়া নিউ সেন্সেশন হিসাবে রিপোর্ট করে।
  • দৈনিক ইত্তেফাক সংবাদপত্র এবং এশিয়ান টিভি চ্যানেলের অনুষ্ঠান মুভি বাজার তাকে 2013 সালের সেরা অভিনেত্রী ঘোষনা করে।
  • 2014 সালে এপ্রিল মাসে তিনি উনিলিভারের বিউটি ব্র্যান্ড ফেয়ার এন্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন।

FAQ

  1. প্রশ্নঃ মাহিয়া মাহি কে ?

    উত্তরঃ একজন জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী।

  2. প্রশ্নঃ মাহিয়া মাহি কবে জন্মগ্রহণ করেন ?

    উত্তরঃ 27 অক্টোবর 1993

  3. প্রশ্নঃ মাহিয়া মাহির প্রথম সিনেমার নাম কি ?

    উত্তরঃ ভালোবাসার রং (2012)

  4. প্রশ্নঃ মাহিয়া মাহির বয়স কত ?

    উত্তরঃ 29 বছর (1-1-2023 অনুযায়ী)

  5. প্রশ্নঃ মাহিয়া মাহি কি বিবাহিত ?

    উত্তরঃ হ্যাঁ।

  6. প্রশ্নঃ মাহিয়া মাহির স্বামীর নাম কি ?

    উত্তরঃ মাহমুদ পারভেজ অপু (2016 – 2021) এবং রাকিব সরকার (2021 – বর্তমান)

  7. প্রশ্নঃ মাহিয়া মাহির আসল নাম কি ?

    উত্তরঃ মাহিয়া শারমিন আক্তার নিপা।

আরও পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *