Yojana

পিএম কিষান সম্মান নিধি যোজনা | PM Kisan Online Apply 2023

পিএম কিষান সম্মান নিধি যোজনা, পিএম কিষান প্রকল্প, পিএম কিষান, পিএম কিষান অনলাইন আবেদন, পিএম কিষান পোর্টাল, পিএম কিষান সুবিধা (PM Kisan Samman Nidhi Yojana in Bengali, PM Kisan Yojana, PM Kisan Samman Nidhi Yojana, PM Kisan Online Registration 2023, PM Kisan Benefits).

pm kisan samman nidhi yojana

দেশের কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতির সাহায্যের জন্য কেদ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা শুরু করেন। যে সমস্ত কৃষকদের নামে চাষযোগ্য জমি রয়েছে তারা সবাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পাবে। দেশের যে কোনো কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ গিয়ে আবেদন করতে পারেন যদি তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সমস্ত যোগ্যতা পূরণ করেন। এই প্রবন্ধের মাধ্যমে আমরা আপনাকে এই প্রকল্পের সাথে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যথা এই স্কিমের অধীনে যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, কি কি নথিপত্র লাগবে সবই প্রদান করেছি। এই নিবন্ধটি পড়ে আপনি এই স্কিমের অধীনে সমস্ত তথ্য পেতে সক্ষম হবেন।

Table of Contents

পিএম কিষান সম্মান নিধি যোজনার হাইলাইট তথ্য (PM Kisan Samman Nidhi Yojana Highlight Information)

যোজনার নাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা
Launched By প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Launch Dateফেব্রুয়ারি 2019
মন্ত্রণালয় এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার
উদ্দেশ্যকৃষকদের আর্থিক সহায়তা
বেনিফিশিয়ারি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক
সুবিধাবার্ষিক 6000 টাকার আর্থিক সহায়তা
স্কিম বিভাগকেন্দ্রীয় সরকার
আবেদনের শেষ তারিখ এখনো ঘোষণা করা হয়নি
আবেদনের মোড অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in

পিএম কিষান সম্মান নিধি যোজনা কি ? (What is PM Kisan Samman Nidhi Yojana ?)

কৃষি ও আনুষঙ্গিক ক্রিয়াকলাপের পাশাপাশি বিভিন্ন গৃহস্থালি ও কৃষি সংক্রান্ত ক্রিয়াকলাপ সংগ্রহের জন্য সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক ভূমিধারী কৃষক পরিবারকে আয় সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার পিএম কিষান সম্মান নিধি প্রকল্প চালু করেছে। এই স্কিমের অধীনে লক্ষ্য সুবিধাভোগী মানুষের আর্থিক দায়ভার বহন করবে ভারত সরকার। এই স্কিমের অধীনে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত মোট অর্থ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার মোডের মাধ্যমে 2000 টাকার তিনটি কিস্তিতে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 2022-এর আওতায় 12 কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কভার করা হয়েছে। এই প্রকল্পের অধীনে মোট খরচ হবে 75,000 কোটি টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে 2.25 কোটি উপকারভোগী কৃষক ইতিমধ্যেই সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার (DBT) এর মাধ্যমে কিস্তি পেয়েছেন। “কিসান সম্মান নিধি তালিকা” চেক করতে এখানে ক্লিক করুন।

প্রধানমন্ত্রী কিষান যোজনা 2023-এর যোগ্যতা (PM Kisan Yojana 2023 Qualification)

যারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সুবিধা নিতে চান তাদের এই স্কিমের নির্দেশিকা অনুসারে জারি করা নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে। আমরা যদি শুধুমাত্র পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কথা বলি তাহলে সমস্ত কৃষক যাদের নামে চাষযোগ্য জমি রয়েছে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। নিচে বাকি নির্দেশ গুলি দেওয়া হলো –

  • এই স্কিমের জন্য আবেদনকারীকে ভারতের বাসিন্দা হতে হবে
  • শুধুমাত্র কৃষকরাই এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
  • একজন জমিদার কৃষকের পরিবারের “স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের পরিবার হিসাবে বিবেচনা করা হয় যারা সংশ্লিষ্ট রাজ্য/ইউটি-এর জমির রেকর্ড অনুসারে চাষযোগ্য জমির মালিক৷ এই রকম পরিবার প্রকল্পের অধীনে প্রকল্পের সুবিধাভোগী হিসাবে অন্তর্ভুক্ত।
  • মাল্টি টাস্কিং স্টাফ / ক্লাস IV/গ্রুপ ডি কর্মচারীরা এই প্রকল্পের জন্য যোগ্য।
  • যারা আয়কর দেন না।
  • আবেদনকারীর একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে।

করা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেননা (Who are not elligible for the scheme)

যে সব কৃষক পারবিবার নিম্নলিখিত এক বা একাধিক শ্রেণীভুক্ত তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেননা।

  • সকল অবসরপ্রাপ্ত/অবসরপ্রাপ্ত পেনশনভোগী যাদের মাসিক পেনশন 10,000/- বা তার বেশি তারা এই স্কিমের জন্য যোগ্য হবেন না।
  • সাংবিধানিক পদের প্রাক্তন ও বর্তমান কর্মচারী।
  • প্রাক্তন ও বর্তমান মন্ত্রী/রাজ্য মন্ত্রী এবং লোকসভা/রাজ্যসভা/রাজ্য বিধানসভা/রাজ্য পরিষদের প্রাক্তন/বর্তমান সদস্য, পৌর কর্পোরেশনের প্রাক্তন ও বর্তমান মেয়র, জেলা পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানরাও এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না
  • কেন্দ্রীয়/রাজ্য সরকারের মন্ত্রনালয়/অফিস/বিভাগ এবং এর ক্ষেত্র একক কেন্দ্রীয় বা রাজ্য PSE এবং সরকারের অধীনে সংযুক্ত অফিস/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারীদের সমস্ত কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরাও এই স্কিমের জন্য যোগ্য হবেন না।
  • সকল ব্যক্তি যারা গত বছরে আয়কর প্রদান করেছেন।
  • ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং স্থপতিদের মতো পেশাদাররা পেশাদার সংস্থার সাথে যুক্ত এবং অনুশীলনের মাধ্যমে পেশা পরিচালনা করেন।

পিএম কিষান সম্মান নিধি যোজনা জন্য প্রয়জনীয় নথিপত্র (PM Kisan Yojana related required documents)

যারাই এই প্রকল্পে আবেদন করবেন তাদের কাছে প্রকল্পের জন্য নির্দেশ অনুসারে জারি করা প্রয়োজনীয় নথি থাকতে হবে, যার তালিকা নিচে দেওয়া হলো:

  • আধার কার্ড।
  • মোবাইল নম্বর।
  • ব্যাঙ্ক একাউন্ট নম্বর।
  • ঠিকানার প্রমানপত্র।
  • পরিচয় পত্র।
  • জমির রেকর্ডের কাগজ।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত হতে হবে।

পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা (PM Kisan Samman Nidhi Yojana benefits)

সমস্ত কৃষক এই প্রকল্পের অধীনে বার্ষিক 6,000 টাকার সুবিধা পাবে 2000 টাকার তিনটি সমান কিস্তিতে প্রতি চার মাসে।

আরো পড়ুন: ই শ্রম কার্ডের সুবিধা কি কি

অনলাইনে কীভাবে আবেদন করবেন (How to apply PM Kisan Yojana online)

pmkisan.gov.in-এ পিএম কিষান প্রকল্পের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। দেশের আগ্রহী সুবিধাভোগী কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার জন্য অনলাইনে আবেদন করতে পারে যেকোনো কমন সার্ভিস সেন্টার (সিএসসি) থেকে অথবা নিজে মোবাইল ফোন থেকে কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে। পিএম কিষান সম্মান নিধি যোজনার অনলাইনে আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নীচে দেওয়া হল:-

  • পিএম কিষান প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে আপনাকে প্রথমে প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে।
  • আপনি ওয়েবসাইটের হোম পেজে ফার্মার কর্নার (Farmar Corner) বিকল্পের অধীনে “নিউ ফার্মার রেজিস্ট্রেশন” অপশনটি দেখতে পাবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে।
  • New Farmer Registration-এ ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে যেখানে আপনাকে আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, স্টেট লিখতে হবে এবং আপনি কি গ্রামীণ কৃষক নাকি শহর কেন্দ্রীক কৃষক সেটি সিলেক্ট করতে হবে। তারপর নীচে দেওয়া ছবির ক্যাপচা পূরণ করতে হবে এবং গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
  • আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি ভেরিফাই করার পর আপনার আধার কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি-ও ভেরিফাই করতে হবে।
  • আধার নম্বর দেওয়ার পরে যদি আপনার ফর্মটি আগে পূরণ করা হয়ে থাকে তবে আপনার তথ্য প্রকাশিত হবে আর যদি ফর্মটি পূরণ না হয় তবে রেকর্ডটি পাওয়া যাবে না এবং এটিও বলে দেবে যে আপনি যদি নতুন আবেদন করতে চান তবে Yes এবং NO এ ক্লিক করুন। আপনাকে Yes অপশনে ক্লিক করতে হবে।
  • Yes অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে PM কিষান রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাবে যেখানে আপনার সমস্ত তথ্য খুব সাবধানে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে তারপর ফর্মের নিচে ছোট বক্সে টিক চিহ্ন করে Save অপশনে ক্লিক করতে হবে।

এইভাবে আপনারা পিএম কৃষক সম্মান নিধির যোজনার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার আগে আপনাকে আপলোড করার জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। উপরে দেওয়া পদ্ধতি অনুসারে আপনি ধাপে ধাপে খুব সহজেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং প্রকল্পের সুবিধাও পাবেন।

পিএম কিষান সম্মান নিধি যোজনায় আপনার আবেদন গ্রহণ করার পরে আপনি চার মাস অন্তর 2000 টাকার কিস্তি পাবেন আপনার ব্যাঙ্ক একাউন্টে যেটি আপনি আবেদন ফর্মে দিয়েছেন।

পিএম কিষান প্রকল্পের নতুন আবেদনের স্টেটাস কিভাবে চেক করবেন (How to check PM Kisan new appilication status)

আপনি যদি পিএম কিষান সম্মান নিধি যোজনার জন্য আবেদন করেন এবং আপনি যদি আপনার আবেদনের স্টেটাস দেখতে চান কারণ আপনার আবেদনটি Approve হয়েছে কিনা দেখার জন্য তাহলে আপনি খুব সহজেই তা দেখতে পাবেন। আমরা নীচে দেওয়া কয়েকটি ধাপের মাধ্যমে আবেদনের স্টেটাস চেক করার প্রক্রিয়াটি দেখিয়েছি-

  • আবেদনের স্টেটাস চেক করতে প্রথমে আপনাকে PM Kisan-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এ যাওয়ার পরে আপনার সামনে হোম পেজ খুলবে।
  • হোম পেজে আপনাকে ফার্মার্স কর্নার অপশন থেকে স্ট্যাটাস অব সেল্ফ রেজিস্টারড ফার্মার/সিএসসি ফার্মার্সের অপশনে ক্লিক করতে হবে। আপনি নীচের ছবিতে সহজেই দেখতে পারেন –
  • তারপর আপনার সামনে আরেকটি পেজ আসবে যেখানে আপনাকে আপনার আধার নম্বর লিখতে হবে এবং ক্যাপচা কোড ভরতে হবে এরপর search এ ক্লিক করুন। নিচের ছবির মাধ্যমে আপনি সহজেই দেখতে পাবেন-
  • এরপরে আপনার আবেদনের স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে যেখানে আপনার সম্পূর্ণ বিবরণ থাকবে সেইসাথে আপনার আবেদন পত্রটি approve হয়েছে কিনা বা কোথায় মুলতুবি আছে তাও এখানে আপনি দেখতে পাবেন এবং আবেদনটি বাতিল হলে প্রত্যাখ্যানের কারণও লেখা থাকবে। নিচের ছবির মাধ্যমে আপনি সহজেই বিস্তারিত দেখতে পাবেন-

আরো পড়ুন: ই শ্রম কার্ডের টাকা কিভাবে চেক করবেন

পিএম কিষান সম্মান নিধি যোজনার বেনিফিশিয়ারি স্টেটাস কিভাবে চেক করবেন (How to check PM Kisan beneficiary status)

আপনি যদি PM কিষান সম্মান নিধি যোজনার জন্য আবেদন করে থাকেন এবং যদি আপনি আপনার আবেদনের বেনিফিশিয়ারি স্টেটাস চেক করতে চান আপনার ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকেছে কিনা দেখার জন্য তাহলে আপনি খুব সহজেই চেক করতে পারবেন নীচে দেওয়া পদ্ধতি অনুসরণ করে। আসুন নিচের ধাপগুলো দেখেনিন –

  • হোম পেজে আপনি Farmer Corner অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনাকে Beneficiary Status অপশনে ক্লিক করতে হবে।
  • এই পেজে আপনাকে আপনার পিএম কিষান রেজিস্ট্রেশন নম্বর মোবাইল নম্বর লিখতে হবে তারপর ক্যাপচা কোড পূরণ করে গেট ডাটা অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনি আপনার সমস্ত তথ্য এবং আপনি কটি কিস্তির টাকা পেয়েছেন সবই দেখতে পাবেন।

পিএম কিষান সম্মান নিধি যোজনা তালিকা 2022-এ আপনার নাম কীভাবে চেক করবেন (How to check PM Kisan beneficiary list 2022)

আপনি যদি একজন কৃষক হন এবং PM কিষান যোজনা তালিকা 2022-এ আপনার নাম দেখতে চান বা আপনি আপনার গ্রামের লোকদের নাম দেখতে চান যারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাহলে আপনি নীচে পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই দেখতে পাবেন-

  • হোম পেজে আপনি Farmer Corner অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনাকে Beneficiary List অপশনে ক্লিক করতে হবে।
  • যে পেজটি খুলবে সেখানে আপনার স্টেট, জেলা, সাব জেলা, ব্লক এবং গ্রামের নাম দেওয়ার পর গেট রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনার সামনে গ্রামের সমস্ত সুবিধাভোগী এই যোজনার কিস্তি পাচ্ছেন তাদের নামের একটি তালিকা দেখতে পাবেন এবং সেই তালিকায় আপনার নামটিও খুজে নিতে পারবেন।

কিভাবে সেলফ রেজিস্ট্রেশন আপডেট করবেন (How to Update PM Kisan self registration)

এখন আমরা আপনাকে পিএম কিষান যোজনার রেজিস্ট্র্রেশন আপডেট করার প্রক্রিয়া সম্পর্কে বলতে যাচ্ছি আপনি যদি আপনার রেজিস্ট্রেশন তথ্যের কোনো পরিবর্তন করতে চান তাহলে কিছু সহজ পদক্ষেপের মাধ্যমে আপনার তথ্যটি আপডেট করতে পারবেন। আপডেট করার পদ্ধতি নিচে দেওয়া হলো:

  • হোম পেজে আপনি Farmer Corner অপশন দেখতে পাবেন সেখান থেকে আপনাকে Updation of Self Registered Farmer অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে যে পেজটি খুলবে সেখানে আধার নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর সেলফ রেজিস্ট্রেশন আপডেটের ফর্মটি আপনার সামনে খুলে যাবে এবং প্রয়জনীয় তথ্য আপডেট করে ফর্মটি জমা দিন।

পিএম কিষান সম্মান নিধি যোজনার অনলাইন আবেদন সংক্রান্ত প্রশ্ন/উত্তর

প্রশ্নঃ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কবে চালু হয়?

উত্তরঃ স্কিমটি 1লা ফেব্রুয়ারি 2019 এ শুরু হয়েছিল।

প্রশ্নঃ কৃষক ভাই কিভাবে পিএম কিষান সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারবে ?

উত্তরঃ যে সব কৃষক ভাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার তহবিলের সুবিধা নিতে চান তারা তার নিকটস্থ CSC কেন্দ্রে গিয়ে আবেদন করতে পারেন বা pmkisan.gov.in ওয়েবসাইটে নিজেও আবেদন করতে পারেন। আবেদন করার পদ্ধতি উপরে দেওয়া আছে।

প্রশ্নঃ পিএম কিষাণ সম্মান নিধি স্কিম কী?

উত্তরঃ এটি একটি কৃষক সহায়তা প্রকল্প, যার অধীনে সরকার সারা দেশে কৃষকদের বিনামূল্যে 2000 টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে।

আরও পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *