বিবাহ বিচ্ছেদের পর বাদশার জীবনে নতুন প্রেম! মন দিয়েছেন এক জনপ্রিয় অভিনেত্রীকে
দু বছর আগেই ঘর ভেঙেছে জনপ্রিয় র্যাপার বাদশার। যদিও বিবাহ বিচ্ছেদের আগে থেকেই স্ত্রী জেসমিনের থেকে আলাদা থাকছিলেন শিল্পী। অতীতের ক্ষত ভুলে শিল্পীর জীবনে ফের বসন্তের আগমন । শোনা যাচ্ছে তিনি পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখির প্রেমে পড়েছেন।

গুজব রয়েছে তাদের দুজনের একটি পার্টিতে প্রথম আলাপ হয়। সেই আলাপের পর থেকে বন্ধুত্ব এবং সেই সম্পর্ক শেষমেষ বন্ধুত্ব থেকে প্রেমে গড়ায়। শোনাযাচ্ছে দুজনের মধ্যে নাকি প্রচুর মিল রয়েছে যেমন তাঁরা একই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন। সিনেমার সাথে সাথে গানের ক্ষেত্রেও হুবহু মিলে যায় পছন্দ। দুই তারকাই তাদের এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এবং তাঁদের পরিবারের সদস্যরাও তাদের এই সম্পর্ক নিয়ে অবগত। যদিও বাদশা এখনও ঈশার সঙ্গে সম্পর্ক নিয়ে যকোনও মন্তব্য করেননি তবে সেটি এখন শুধু সময়ের অপেক্ষা।
কোভিড ১৯ জন্য বিগত লকডাউনের সময় থেকে বাদশা এবং তার স্ত্রী জেসমিনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে এবং এরপরেই তারা পাকাপাকি ভাবে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। তাদের মেয়ে জেসেমি গ্রেস মসিহ সিংকে নিয়ে লন্ডনে চলে যান বাদশার স্ত্রী জেসমিন। বিবাহ বিচ্ছেদের বেশ কিছু সময় পর শিল্পীর জীবনের ঈশার আবির্ভাব হয়।