সায়ন্তিকা ব্যানার্জীর জীবনী | Sayantika Banerjee Biography in Bengali
সায়ন্তিকার জীবনী, সায়ন্তিকা ব্যানার্জীর জীবনী, সায়ন্তিকা ব্যানার্জীর জীবন পরিচয়, সায়ন্তিকা ব্যানার্জীর জীবন কাহিনী, পরিবার, বাবা, মা, ভাই, বোন, প্রেমিক, বয়স, পড়াশুনা, পেশা, অভিনেত্রী, রাজনীতি, নতুন সিনেমা, পরবর্তী সিনেমা (Sayantika Banerjee Biography in Bengali, Sayantika Banerjee Biography, Family, Father, Mother, Brother, Sister, Boyfriend, Age, Education, Actress, Politics, New Movie, Upcoming cinema).

সায়ন্তিকা ব্যানার্জী একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেত্রী, ডান্সার, মডেল এবং রাজনৈতিক নেত্রী। তিনি প্রধানত ভারতীয় বাংলা সিনেমাতে অভিনয় করেন। ডান্স রিয়ালিটি শো থেকে ক্যারিয়ার শুরু করে 2009 সালে তিনি অভিনয় জীবন শুরু করেন। 2012 সালে বাংলা সিনেমার অন্যতম সুপারস্টার জিৎ এর বিপরীতে আওয়ারা সিনেমাতে অভিনয় করার পর তিনি জনপ্রিয়তা লাভ করেন। 2021 সালে তিনি তৃণমূল কংগ্রেস দলে অফিসিয়াল ভাবে যোগদান করে রাজনৈতিক জীবন শুরু করেন। এই নিবন্ধে আমরা তার ব্যাক্তিগত জীবন থেকে অভিনয় জীবন এবং রাজনৈতিক জীবনের সমস্ত তথ্য শেয়ার করেছি।
Table of Contents
সায়ন্তিকা ব্যানার্জীর জীবন পরিচয় (Sayantika Banerjee wiki bio in bengali)
আসল নাম | সায়ন্তিকা ব্যানার্জী |
স্ক্রিন নাম | সায়ন্তিকা ব্যানার্জী |
ডাকনাম | সায়ন্তিকা |
পেশা | অভিনয়, ডান্সার এবং রাজনীতি |
বয়স (1-1-2023 অনুযায়ী) | 36 বছর |
নাগরিকত্ব | ভারতীয় |
জন্ম তারিখ | 12 আগস্ট 1986 |
রাশি | সিংহ |
জন্মস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
হোমটাউন | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
স্কুল | অজানা |
কলেজ/ইউনিভার্সিটি | সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা |
শিক্ষাগত যোগ্যতা | দর্শন অনার্স নিয়ে স্নাতক |
ভাষা | বাংলা |
ধর্ম | হিন্দু |
পরিবার | বাবা - গুরু প্রসাদ ব্যানার্জী মা - অজানা ভাই - অজানা বোন - অজানা |
রাজনৈতিক দল | তৃণমূল কংগ্রেস |
প্রথম সিনেমা | ঘর সংসার (2009) |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
মোট সম্পত্তি (আনুমানিক) | 1 কোটি টাকা |
সায়ন্তিকা ব্যানার্জীর জন্ম, পরিবার এবং পড়াশুনা
সায়ন্তিকা 1986 সালের 12 আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি হিন্দু ব্রাহ্মণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা গুরু প্রসাদ ব্যানার্জী। তিনি কলকাতায় জন্মেছেন বড় হয়েছেন এবং সেখান থেকেই তার পড়াশোনা শেষ করেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে দর্শন অনার্স নিয়ে স্নাতক করেন।
সায়ন্তিকা ব্যানার্জীর ব্যাক্তিগত জীবন, প্রেমিক এবং বিয়ে
বর্তমানে তিনি অবিবাহিত এবং সিঙ্গেল। তার সাথে কারোর সম্পর্কের গুজব সোনা যায়নি।
সায়ন্তিকা ব্যানার্জীর শারীরিক বিবরণ
ওজন | 55 কেজি |
উচ্চতা | 5 ফুট 6 ইঞ্চি |
শারীরিক পরিমাপ (আনুমানিক) | 32-30-32 |
চোখের রং | গাঢ় বাদামি |
চুলের রং | বাদামি |
সায়ন্তিকা ব্যানার্জীর ক্যারিয়ার
সায়ন্তিকা 2008 সালে রূপসী বাংলা টিভি চ্যানেলের রিয়ালিটি শো ‘নাচ ধুম মাচা লে’ তে একজন প্রতিযোগী হিসাবে ক্যারিয়ার শুরু করেন। এরপর 2009 সালে তিনি স্বপন সাহা পরিচালিত ‘ঘর সংসার’ সিনেমা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তিনি যীশু সেনগুপ্তের সাথে অভিনয় করেন। এরপর তিনি আরো অনেক সিনেমায় অভিনয় করেন যেমন টার্গেট, হ্যাংওভার, পাপী, মনে পড়ে আজও সেই দিন সেগুলি বক্স অফিসে তেমন ভাবে সফল হয়নি। 2012 সালে তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় সুপারস্টার জিৎ এর বিপরীতে ‘আওয়ারা’ সিনেমাতে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিসে খুবই সফল হয়েছিল এবং এই সিনেমার জন্য তিনি জনপ্রিয়তাও লাভ করেন। এরপর তিনি ধীরে ধীরে বাংলা সিনেমায় নিজের জায়গা করেনেন। 2014 সালে তিনি ‘বিন্দাস’ সিনেমাতে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দেবের সাথেও কাজ করেন এছাড়াও সিনেমাটিতে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী-ও অভিনয় করেন। 2017 সালে তিনি বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা এবং নুসরাত জাহানের সাথে ‘আমি যে কে তোমার’ সিনেমাতে অভিনয় করেন। তিনি বাংলা সিনেমার অনেক জনপ্রিয় অভিনেতাদের সাথে কাজ করেছেন যেমন: জিৎ, দেব, প্রসেনজিৎ, আবীর, অঙ্কুশ। এছাড়াও তিনি আরো অনেক সিনেমাতে অভিনয় করেছেন নিচে তার সমস্ত সিনেমার নাম দেওয়া হলো।
সায়ন্তিকা ব্যানার্জীর সিনেমার তালিকা
সাল (Year) | সিনেমা (Film) |
---|---|
2009 | ঘর সংসার (প্রথম সিনেমা) |
2010 | টার্গেট: দ্যা ফাইনাল মিশন |
হ্যাংওভার | |
2011 | পাপী |
মনে পড়ে আজও সেই দিন | |
2012 | আওয়ারা |
শ্যুটার | |
2014 | বিন্দাস |
2015 | হিরোগিরি |
2016 | পাওয়ার |
কেলোর কীর্তি | |
অভিমান | |
ব্যোমকেশ পর্ব | |
2017 | আমি যে কে তোমার |
2018 | উমা |
নাকাব | |
বাঘ বন্দি খেলা | |
2019 | শেষ থেকে শুরু (মধুবালা গানে অতিথি শিল্পী) |
2022 | সেভিংস অ্যাকাউন্ট |
সায়ন্তিকা ব্যানার্জীর নতুন/পরবর্তী সিনেমা
- সেভিংস অ্যাকাউন্ট: সিনেমাটিতে তিনি অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয় করবেন এবং সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ তবে সিনেমাটি জী 5 ওটিটি প্লাটফর্মে মুক্তি পাই।
সায়ন্তিকা ব্যানার্জীর পুরস্কার
সাল (Year) | পুরস্কার (Awards) | বিভাগ (Category) | কাজ (Work) |
---|---|---|---|
2012 | বেঙ্গল ইয়ুথ অ্যাওয়ার্ড | সেরা রোমান্টিক জুটি (জয়ের সঙ্গে) | মনে পড়ে আজও সেই দিন |
2013 | পপুলার ইয়ুথ স্টার - মহিলা | আওয়ারা | |
2018 | সেরা অভিনেত্রী | আমি যে কে তোমার |
সায়ন্তিকা ব্যানার্জীর রাজনৈতিক ক্যারিয়ার
সায়ন্তিকা 2021 সালে 3 মার্চ তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন এবং যোগদান করার পর তিনি বলেন ‘আমি 10 বছর ধরেই দিদির (মমতা ব্যানার্জী) পাশেই ছিলাম আজ অফিসিয়াল ভাবে যোগদান করলাম’। 5 মার্চ 2021 এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী 2021 এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে তার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেন কিন্তু তিনি নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস দলে রাজ্য সম্পাদিকা পদে কাজ করেন।
সায়ন্তিকা ব্যানার্জীর মোট সম্পত্তি
তিনি প্রধানত সিনেমা এবং বিজ্ঞাপন থেকেই ইনকাম করেন তার মোট সম্পত্তির পরিমান আনুমানিক 1 কোটি টাকা (2021 নির্বাচন অনুযায়ী)।
সায়ন্তিকা ব্যানার্জীর পছন্দ এবং শখ
প্রিয় অভিনেতা | শাহরুখ খান, প্রসেনজিৎ, জিৎ, দেব |
প্রিয় অভিনেত্রী | কাজল, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান |
প্রিয় খাবার | ফিশ ফ্রাই, খিচুড়ি, ক্রাবি |
প্রিয় রং | লাল |
প্রিয় খেলা | ক্রিকেট |
শখ | শপিং, নাচ, জিম, খাওয়া |
সায়ন্তিকা ব্যানার্জীর সম্পর্কে অজানা তথ্য
- তিনি একজন ডান্সার হিসাবে ক্যারিয়ার শুরু করেন।
- তিনি কালার্স বাংলা চ্যানেলে বিন্দাস ডান্সের সিজেন 1 & 2 এর বিচারক ছিলেন।
- 2023 সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে মহানায়ক সম্মান পান।
- তিনি সেলিব্রিটি প্রিমিয়ার লিগের বেঙ্গল টাইগার্স টিমের এবং বেঙ্গল ক্রিকেট লিগে মেদিনীপুর মইটিস দলের ব্র্যান্ড এম্বাসেডর ছিলেন।
- তিনি ট্যাটু করতে ভালোবাসেন এবং তার শরীরে 5 টির বেশি ট্যাটু রয়েছে।
- তিনি একজন পশু প্রেমী এবং তার একটি পোষ্য কুকুর রয়েছে।
- তিনি ফিটনেস নিয়ে বেশ সচেতন এবং নিয়মিত শরীরচর্চা করেন।
- তিনি ওয়েস্টার্ন পোশাক পরতে পছন্দ করেন।
FAQ
-
প্রশ্নঃ সায়ন্তিকা ব্যানার্জী কে ?
উত্তরঃ একজন ভারতীয় অভিনেত্রী, ডান্সার এবং রাজনৈতিক নেত্রী।
-
প্রশ্নঃ সায়ন্তিকা ব্যানার্জী কবে জন্মগ্রহণ করেন ?
উত্তরঃ 12 আগস্ট 1986
-
প্রশ্নঃ সায়ন্তিকা ব্যানার্জীর প্রথম সিনেমার নাম কি ?
উত্তরঃ ঘর সংসার (2009)
-
প্রশ্নঃ সায়ন্তিকা ব্যানার্জীর বয়স কত ?
উত্তরঃ 36 বছর (1-1-2023 অনুযায়ী)
-
প্রশ্নঃ সায়ন্তিকা ব্যানার্জী কোন রাজনৈতিক পার্টির সাথে যুক্ত ?
উত্তরঃ তৃণমূল কংগ্রেস
-
প্রশ্নঃ সায়ন্তিকা ব্যানার্জীর স্বামীর নাম কি ?
উত্তরঃ বর্তমানে তিনি অবিবাহিত