বাণী কাপুরের জীবন পরিচয় | Vaani Kapoor Biography in Bengali

বাণী কাপুরের জীবনী, বাণী কাপুরের জীবন কাহিনী, বাণী কাপুরের জীবন পরিচয়, পরিবার, বাবা, মা, ভাই, বোন, প্রেমিক, বয়স, পেশা, পড়াশুনা, জন্ম, ক্যারিয়ার, অভিনয়, নতুন সিনেমা, পরবর্তী সিনেমা (Vaani Kapoor Biography in Bengali, Vaani Kapoor Biography, Family, Father, Mother, Sister, Brother, Boyfriend, Age, Occupation, Education, Career, Acting, Actress, Model, New Cinema, Upcoming Movie, Latest Movie).

vaani Kapoor biography in Bengali
Image Source: Vaani Kapoor Instagram

বাণী কাপুর একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী এবং মডেল যিনি প্রধানত হিন্দি সিনেমাতে অভিনয় করেন। তিনি 2013 সালে শুদ্ধ দেশি রোমান্স সিনেমা দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন এবং এই সিনেমার জন্য তিনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন। এই নিবন্ধে আমরা বাণী কাপুরের জীবনের সমস্ত তথ্য আলোচনা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে।

Table of Contents

বাণী কাপুরের জীবন পরিচয় (Vaani Kapoor wiki bio in bengali)

আসল নাম বাণী কাপুর
স্ক্রিন নাম বাণী কাপুর
ডাকনাম বাণী
পেশা অভিনয়, মডেল
বয়স (1-1-2023 অনুযায়ী)34 বছর
নাগরিকত্ব ভারতীয়
জন্ম তারিখ 23 আগস্ট 1988
জন্মস্থান দিল্লি, ভারত
হোমটাউন দিল্লি, ভারত
স্কুল মাতা জয় কৌর পাবলিক স্কুল, অশোক বিহার, দিল্লি
কলেজ/ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি
শিক্ষাগত যোগ্যতা পর্যটন বিষয়ে স্নাতক
ভাষা হিন্দি, তামিল এবং ইংরেজি
ধর্ম হিন্দু
রাশি সিংহ
প্রথম সিনেমা শুদ্ধ দেশি রোমান্স (হিন্দি) - 2013
আহা কল্যানম (তামিল) - 2014
খাদ্যাভ্যাস আমিষ
বৈবাহিক অবস্থা অবিবাহিত

বাণী কাপুরের জন্ম এবং পরিবারের তথ্য (Vaani Kapoor birth and family details)

বাণী কাপুর 23 আগস্ট 1988 সালে ভারতের রাজধানী দিল্লি শহরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শিব কাপুর একজন ফার্নিচার এক্সপোর্ট ব্যবসায়ী এবং তার মা ডিম্পি কাপুর ছিলেন একজন শিক্ষক যিনি পরে একজন মার্কেটিং এক্সিকিউটিভ হয়েছিলেন। তার একটি বড় বোন রয়েছে যার নাম নূপুর চোপড়া, যিনি বিবাহিত এবং দুবাইতে স্থায়ী হয়েছেন।

বাণী কাপুরের পরিবারের সদস্য (Vaani Kapoor family members)

বাবা শিব কাপুর
মা ডিম্পি কাপুর
ভাই না
বোন নূপুর চোপড়া

বাণী কাপুরের পড়াশুনা (Vaani Kapoor education)

তিনি দিল্লির অশোক বিহারের মাতা জয় কৌর পাবলিক স্কুল থেকে তার স্কুলিং শেষ করেন। স্কুলের পড়াশোনা শেষ করার পর তিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে পর্যটন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্নাতক শেষ করার পর তিনি ইন্টার্নশিপের জন্য জয়পুরের ওবেরয় হোটেল এবং রিসর্টসে যোগ দেন এবং পরে তিনি আইটিসি হোটেলে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি মডেলিং প্রজেক্টের জন্য এলিট মডেল ম্যানেজমেন্টর সাথে স্বাক্ষর করেছিলেন।

বাণী কাপুরের শারীরিক বিবরণ (Vaani Kapoor physical information)

ওজন 55 কেজি
উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি
শারীরিক পরিমাপ (আনুমানিক)32-28-32
চোখের রং ডার্ক ব্রাউন
চুলের রং কালো

বাণী কাপুরের ব্যাক্তিগত জীবন, প্রেমিক এবং বিয়ে (Vaani Kapoor personal life, boyfriend and marriage)

বর্তমানে বাণী কাপুর অবিবাহিত এবং তার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল। তবে গুজব ছিল যে তার কর্মজীবনের প্রথম দিকে, তিনি পরিচালক এবং প্রযোজক আদিত্য চোপড়ার সাথে সম্পর্কে ছিলেন। এরপর, গুজব ছিল যে তিনি ফ্যাশন ডিজাইনার নিখিল থামপির সাথে ডেটিং করছেন।

বাণী কাপুরের ক্যারিয়ার (Vaani Kapoor career)

বাণী কাপুর মডেলিং এজেন্সি এলিট মডেল ম্যানেজমেন্টের সাথে মডেল হিসাবে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি মডেল হিসাবে পায়েল সিংগাল এবং স্যালেক্স নায়রাংবামের মতো বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের সাথে কাজ করেছেন।

তিনি 2013 সালে হিন্দি সিনেমা ‘শুদ্ধ দেশি রোমান্স’ দিয়ে একজন অভিনেত্রী হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেন। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং পরিণীতা চোপড়া। সিনেমাটিতে তার অভিনয় বেশ প্রসংশিত হয়েছিল এবং এই সিনেমার জন্য তিনি বেশ কয়েকটি অ্যাওয়ার্ড-ও পেয়েছিলেন। সিনেমাটি বক্স অফিসেও ভালো ব্যাবসা করেছিল।

এরপর তিনি 2014 সালে ‘আহা কল্যানম’ সিনেমা দিয়ে তার তামিল সিনেমায় আত্মপ্রকাশ করেন, এটি বলিউড সিনেমা ব্যান্ড বাজা বারাত (2010) এর রিমেক।

এর পরে, তিনি রণবীর সিংয়ের সাথে 2016 সালে ‘বেফিকরে’ এবং 2019 সালে হৃতিক রোশন এবং টাইগার শ্রফের সাথে ‘ওয়ার’ ছবিতেও কাজ করেন যেটি বক্স অফিসে খুবই সফল হয়েছিল এবং সিনেমাটি 2019 এর সবথেকে বেশি আয় করা হিন্দি সিনেমা ছিল। তার সমস্ত সিনেমা নাম নিচে দেওয়া হলো:

বাণী কাপুরের সিনেমার তালিকা (Vaani Kapoor movie list)

সাল (Year)সিনেমা (Film)
2013শুদ্ধ দেশি রোমান্স (প্রথম হিন্দি সিনেমা)
2014আহা কল্যানম (প্রথম তামিল সিনেমা)
2016বেফিকরে
2019ওয়ার
2021বেল বটম
চন্ডিগড় কারে আশিকি

বাণী কাপুরের নতুন/পরবর্তী সিনেমা (Vaani Kapoor new/upcoming cinema)

  • শামসেরা: সিনেমাটিতে তিনি রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করবেন। এছাড়াও এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্ত, রণিত রায় এবং আশুতোষ রানাকে। সিনেমাটি 22 জুলাই 2022 -এ সিনেমা হলে মুক্তি পেয়েছে।

বাণী কাপুরের অ্যাওয়ার্ড (Vaani Kapoor award)

সাল (Year)অ্যাওয়ার্ড (Award)বিভাগ (Category)কাজ (Work)
2013বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড মোস্ট এন্টারটেইনিং ফিল্ম ডেবিউ - ফিমেল শুদ্ধ দেশি রোমান্স


2014
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ড
স্টার গিল্ড অ্যাওয়ার্ড
জী সিনে অ্যাওয়ার্ড
বেস্ট ফিমেল ডেবিউ
স্টার ডেবিউ অফ দ্য ইয়ার - ফিমেল
বেস্ট ফিমেল ডেবিউ
বেস্ট ফিমেল ডেবিউ


শুদ্ধ দেশি রোমান্স
2017ফেমিনা বিউটি অ্যাওয়ার্ড ফ্রেশ ফেস অ্যাওয়ার্ড -
2021ইকোনমিক্স টাইমস রিকোগনাইস এক্টর অফ দ্য ইয়ার চন্ডিগড় কারে আশিকি
2022নেক্স ব্রান্ড ভিশন সামিট দ্য এক্সট্রাঅর্ডিনারি এন্টারটেইনার অফ দ্য ইয়ার চন্ডিগড় কারে আশিকি
2022এফ আই সি সি আই (FICCI) এচিভার অ্যাওয়ার্ড 2021-2022 প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী চন্ডিগড় কারে আশিকি
2022আইকনিক গোল্ড অ্যাওয়ার্ড আইকনিক পাওয়ারপ্যাক পারফরমেন্স অফ দ্য ইয়ার চন্ডিগড় কারে আশিকি
2022মামাআর্থ এন্ড ফেমিনা প্রেজেন্ট বিউটিফুল ইন্ডিয়ান্স স্ট্যান্ডউট স্টার অফ দ্য ইয়ার চন্ডিগড় কারে আশিকি
2022পিঙ্কভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড Super Stylish Haute Stepper না
2022মিড্ ডে ইন্টারন্যাশনাল শোবিজ অ্যাওয়ার্ড পপুলার চয়েস অভিনেত্রী চন্ডিগড় কারে আশিকি এবং বেল বটম
2022হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া'স মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড মোস্ট স্টাইলিশ ট্রেন্ডসেটার - ফিমেল না
2022ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন Disruptor in Cinemaচন্ডিগড় কারে আশিকি
2022লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ড গেম চেঞ্জার অফ দ্য ইয়ার চন্ডিগড় কারে আশিকি
2022ফিল্মফেয়ার মিডলইস্ট অ্যাওয়ার্ড গেম চেঞ্জার অফ দ্য ইয়ার চন্ডিগড় কারে আশিকি
2023বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যাওয়ার্ড মোস্ট স্টাইলিশ মৌল্ড ব্রেকিং স্টার - ফিমেল -
2023পিঙ্কভিলা স্টাইল আইকনসুপার স্টাইলিশ ক্যারিশম্যাটিক ডিভা-
2023মামাআর্থ এন্ড ফেমিনা প্রেজেন্ট বিউটিফুল ইন্ডিয়ান্স স্ক্রিন স্টিলার -

বাণী কাপুর কে নিয়ে বিতর্ক (Vaani Kapoor controversy)

2016 সালে বেফিকরে ছবি মুক্তির ঠিক আগে, তিনি তার চেহারা উন্নত করতে ঠোঁট এবং চিবুকের অস্ত্রোপচার করেছিলেন। তার এই অস্ত্রোপচারের জন্য তাকে ইন্টারনেটে খারাপভাবে ট্রোল করা হয়েছিল। যদিও বিষয়টি তিনি অস্বীকার করেন।

বাণী কাপুরের মোট সম্পত্তি (Vaani Kapoor net worth)

বাণী কাপুর প্রধানত অভিনয়, মডেলিং, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, স্টেজ শো থেকেই অর্থ উপার্জন করে থাকেন। তার মোট সম্পত্তির পরিমান ভারতীয় টাকায় আনুমানিক 15 কোটি টাকা।

বাণী কাপুরের পছন্দ এবং শখ (Vaani Kapoor likes and hobbies)

প্রিয় অভিনেতা হৃত্বিক রোশান, ব্র্যাডলি কুপার
প্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত, রেখা
প্রিয় সিনেমা হি ইস জাস্ট নট দ্যাট ইনটু ইউ (হলিউড) - 2009
প্রিয় গান পানি দা রাঙ (ভিকি ডোনার) - 2012
প্রিয় গায়ক অ্যাডেল
প্রিয় পরিচালক রাজকুমার হিরানি, যশ চোপড়া
প্রিয় খাবার উত্তর ভারতীয় এবং ইতালিয়ান খাবার
প্রিয় রং সাদা এবং কালো
প্রিয় ঘোরার জায়গা দুবাই, সিঙ্গাপুর এবং ইউরোপিয়ান দেশ
শখ পোষ্যের সাথে খেলা করা, নাচ করা এবং গান শোনা

বাণী কাপুর সম্পর্কে কিছু অজানা মজাদার তথ্য (Some unknown interesting facts related to Vaani Kapoor)

  • পড়াশুনা শেষ করার পর তিনি জয়পুরের ওবেরয় হোটেল এবং রিসর্টসে ইন্টার্নশিপ হিসাবে যোগ দেন এবং পরে তিনি আইটিসি হোটেলে কাজ শুরু করেন।
  • তিনি মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেন এলিট মডেল ম্যানেজমেন্ট মডেলিং এজেন্সির সাথে এবং তিনি মডেল হিসাবে পায়েল সিংগাল এবং স্যালেক্স নায়রাংবামের মতো বিখ্যাত ফ্যাশন ডিজাইনারদের সাথে কাজ করেছেন।
  • তাকে টিভি বিজ্ঞাপনে দেখা গিয়েছে যেমন ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক, ওপো মোবাইল এবং ত্রিভুবনদাস ভীমজি জাভেরি জুয়েলারী ইত্যাদি।
  • 2013 সালে তার প্রথম সিনেমা স্বাক্ষর করার পর, তিনি যশ রাজ ফিল্মসের সাথে তিনটি ছবির চুক্তিতে স্বাক্ষর করেন।
  • তিনি বিভিন্ন জনপ্রিয় ম্যাগাজিনের কভার পেজে ফিচার হয়েছেন যেমন ম্যাক্সিম, এফএইচএম, কসমোপলিটান, ফেমিনা ওয়েডিং টাইমস, এল, ভোগ এবং ফেমিনা।
  • 2017 সালে, তিনি যশ রাজের রিমেক মিউজিক ভিডিও “ম্যায় ইয়ার মানানা নী”-তে উপস্থিত ছিলেন।
  • তিনি পশু প্রেমী এবং তার প্রিয় পোষ্য হলো বিড়াল।
  • তিনি একটি সাক্ষাত্কারে বলেন যে তার বাবা বিশ্বাস করতেন মেয়েদের অল্প বয়সে বিয়ে করতে হয় এবং তার বড় মেয়েকে 18 বছর বয়সে বিয়ে দিয়ে দেয় কিন্তু বাণী তা করতে রাজি হননি।
  • অভিনেতা রাশি খান্না তার দীর্ঘদিনের সেরা বন্ধু এবং তারা তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের একসাথে ছবি পোস্ট করেন।
  • তিনি ঘুরতে ভালোবাসেন এবং তিনি দুবাই, সিঙ্গাপুর এবং উরোপিয়ান দেশে যেতে ভালোবাসেন।
  • তিনি ফিটনেস নিয়ে বেশ সচেতন এবং নিয়মিত শরীরচর্চা করেন।

Frequently Asked Questions (FAQs)

  1. প্রশ্নঃ বাণী কাপুর কে ?

    উত্তরঃ একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল।

  2. প্রশ্নঃ বাণী কাপুর কবে জন্মগ্রহণ করেন ?

    উত্তরঃ 23 আগস্ট 1988

  3. প্রশ্নঃ বাণী কাপুরের প্রথম সিনেমার নাম কি ?

    উত্তরঃ শুদ্ধ দেশি রোমান্স (হিন্দি) – 2013, আহা কল্যানম (তামিল) – 2014

  4. প্রশ্নঃ বাণী কাপুরের বোনের নাম কি ?

    উত্তরঃ নুপুর চোপড়া

  5. প্রশ্নঃ বাণী কাপুরের বয়স কত ?

    উত্তরঃ 34 বছর (1-1-2023 অনুযায়ী)

  6. প্রশ্নঃ বাণী কাপুরের বাবা মায়ের নাম কি?

    উত্তরঃ বাবা শিব কাপুর এবং মা ডিম্পি কাপুর।

  7. প্রশ্নঃ বাণী কাপুরের উচ্চতা কত ?

    উত্তরঃ 5 ফুট 5 ইঞ্চি

  8. প্রশ্নঃ বাণী কাপুরের স্বামীর নাম কি ?

    উত্তরঃ তিনি এখনো অবিবাহিত

আরও পড়ুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *