জনপ্রিয় গায়ক কে কে এর জীবনের অজানা তথ্য 

জনপ্রিয় গায়ক কে কে এর আসল নাম কৃষ্ণ কুমার কুন্নাথ 

জিঙ্গেল দিয়ে তিনি তার ক্যারিয়ার শুরু করেন এবং ৩৫০০ জিঙ্গেল গেয়েছেন 

১৯৯৬ সালে প্লেব্যাক সিঙ্গার হিসাবে ডেবিউ করার পর নিজের জায়গা করে নিতে তাকে বেশ মেহনত করতে হয়েছে 

১৯৯৯ সালের সুপারহিট সিনেমা 'হাম দিল দে চুকে সানাম' এর 'তাড়াপ তাড়াপ কে ইস দিল' গানটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে যাই 

কে কে হিন্দি গানের পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, বাংলা, অসমীয়া এবং গুজরাঠি ভাষায় গান গেয়েছেন 

কে কে অনেক হিট গান গেয়েছেন যেগুলি মানুষের মনে অন্যতম জায়গা করে নিয়েছে 

কে কে কখনো পেশাদার সংগীত প্রশিক্ষণ নেননি 

তিনি আরেক মহান কে কে অর্থাৎ কিশোর কুমারের একজন বড়ো ভক্ত ছিলেন 

কে কে তার ছোট বেলার বান্ধবী জ্যোতিকে বিয়ে করেন এবং বিয়ের জন্য তিনি ৬ মাস মার্কেটিং এক্সেকিউটিভ পদে চাকরিও করেন 

কে কে ৩১ মে ২০২২ এ পরলোক গমন করেন কিন্ত তিনি তার গানের মধ্যে আমাদের কাছে বেঁচে থাকবেন 

এই রকম আরও ওয়েব স্টোরি দেখতে নিচে ক্লিক করুন